০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলার চেষ্টা: ক্রেমলিনের অভিযোগ

রাশিয়ার নভগোরোদ অঞ্চলে অবস্থিত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাষ্ট্রীয় বাসভবনে ইউক্রেন ড্রোন হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের পর সোমবার এই হামলার চেষ্টা হয় বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ল্যাভরভ দাবি করেছেন—২৮ ও ২৯ ডিসেম্বর ইউক্রেন ৯১টি দূরপাল্লার ড্রোন ব্যবহার করে পুতিনের রাষ্ট্রীয় বাসভবন লক্ষ্য করে হামলা চালায়। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের খবরে বলা হয়, ইউক্রেনের ছোড়া সব ড্রোন রাশিয়ার আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।

ল্যাভরভ বলেন, ইউক্রেনের এই ‘বেপরোয়া কর্মকাণ্ডের’ জবাব দেওয়া হবে। তবে এ ঘটনার পরও যুদ্ধ অবসানে আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার আগ্রহ মস্কোর রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগকে সম্পূর্ণ ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, কিয়েভে নতুন হামলার যুক্তি তৈরি করতেই রাশিয়া এমন দাবি করছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, “এটি রুশ ফেডারেশনের আরেকটি মিথ্যাচার।” তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, রাশিয়া রাজধানী কিয়েভসহ সরকারি স্থাপনায় হামলার ক্ষেত্র তৈরি করছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলার চেষ্টা: ক্রেমলিনের অভিযোগ

আপডেট সময় : ০৪:০০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

রাশিয়ার নভগোরোদ অঞ্চলে অবস্থিত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাষ্ট্রীয় বাসভবনে ইউক্রেন ড্রোন হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের পর সোমবার এই হামলার চেষ্টা হয় বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ল্যাভরভ দাবি করেছেন—২৮ ও ২৯ ডিসেম্বর ইউক্রেন ৯১টি দূরপাল্লার ড্রোন ব্যবহার করে পুতিনের রাষ্ট্রীয় বাসভবন লক্ষ্য করে হামলা চালায়। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের খবরে বলা হয়, ইউক্রেনের ছোড়া সব ড্রোন রাশিয়ার আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।

ল্যাভরভ বলেন, ইউক্রেনের এই ‘বেপরোয়া কর্মকাণ্ডের’ জবাব দেওয়া হবে। তবে এ ঘটনার পরও যুদ্ধ অবসানে আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার আগ্রহ মস্কোর রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগকে সম্পূর্ণ ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, কিয়েভে নতুন হামলার যুক্তি তৈরি করতেই রাশিয়া এমন দাবি করছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, “এটি রুশ ফেডারেশনের আরেকটি মিথ্যাচার।” তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, রাশিয়া রাজধানী কিয়েভসহ সরকারি স্থাপনায় হামলার ক্ষেত্র তৈরি করছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শু/সবা