হাটহাজারী জোবরা সুগত বিহার প্রাঙ্গনে ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। পরম পূজনীয় সিদ্ধি পুরুষ গোবিন্দ ঠাকুুর ও উপ-সংঘরাজ ভদন্ত গুণালংকার মহাস্থবি’র স্মরণে – আটাশ বুদ্ধের পূজা ও অষ্টপরিষ্কারসহ সংঘদান উপলক্ষ্যে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। জোবরা গ্রাম বাসীর সহযোগিতায় ও ডাঃ পিম্পল বড়ুয়ার পরিচালনায় মেডিসিন, হৃদরোগ,ডায়াবেটিস, নাক-কান-গলা, নবজাতক ও শিশুকিশোর, চক্ষু, মহিলা ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাঃ পিম্পল বড়ুয়া, ডাঃ মাইকেল চৌধুরী, ডাঃ রবিউল হোসেন চৌধুরী, ডাঃ মুহাম্মদ সায়েম এবং ডাঃ আরিফা বিনতে আজাদ। মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, সকল পরীক্ষায় ৫০% ছাড় এবং ইসিজি পরীক্ষা মাত্র ৫০ টাকায় করানো হয়। দিনব্যাপী প্রায় পাঁচ শতাধিক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। হাটহাজারীর স্বনামধন্য সামাজিক স্বাস্থ্য সেবা মূলক প্রতিষ্ঠান ডাঃ ইব্রাহীম কমিউনিটি হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্যে নামমাত্র মূল্যে ইসিজি এবং প্যাথলজিক্যাল পরীক্ষা করানো হয়। চিকিৎসা সেবা নিতে আসা রোগী রতন বড়ুয়া (৪৫) এবং অশোক কুমার বড়ুয়া (৬৫) তাঁরা বলেন ধর্মীয় অনুষ্ঠানে এসে হঠাৎ অসুস্থ বোধ করায় জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা পেয়ে অত্যন্ত ভালো লাগছে তাদের।
শিরোনাম
হাটহাজারী জোবরা গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
-
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় : ০৯:০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- ।
- 187
জনপ্রিয় সংবাদ


























