চট্টগ্রামের বহুল পরিচিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ খুলশী শাখা প্রয়াত শিক্ষক ইউনুস কুতুবী ও মাওলানা রহমতুল্লাহ এর বার্ষিক ফাতেহা, হামদ-নাত, ক্বেরাত প্রতিযোগিতা, ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১০ মার্চ ২০২৫ইং) অরবিট অডিটোরিয়ামে অরবিট খুলশী শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অধ্যক্ষ মো বেলাল হোসেন এর সভাপতিত্বে উপাধ্যক্ষ মো শিহাব উদ্দিন এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ এর মান্যবর চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক লায়ন মো আমিরুল হক এমরুল কায়েস স্যার, বিশেষ অতিথি চীপ কো অর্ডিনেটর আমির হোসাইন, কোঅর্ডিনেটর রুমিন্নেছা,কো-অর্ডিনেটর লিমা চক্রবর্তী, কো অর্ডিনেটর তানজিমা নাজমিন, কো অর্ডিনেটর ইশরাত জাহান রুবি, হোস্টেল প্রধান আব্দুর
রহিম, মাওলানা তাজুল ইসলাম, অক্সিজেন শাখার সম্মানিত কো অর্ডিনেটর মোহাম্মদ ইলিয়াছ, কো অর্ডিনেটর সৈয়দ মো খৈয়াম, সহ খুলশী শাখার শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জনাব এনামুল হক আনসারী।
















