০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাকিবকে নেয়নি রংপুর রাইডার্স!

আসন্ন গ্লোবাল সুপার লিগকে (জিএসএল) সামনে রেখে সাকিব আল হাসানকে দলে ভেড়াতে চেয়েছিল রংপুর রাইডার্স। তবে সেই চাওয়া থেকে সরে এসেছে ফ্রাঞ্চাইজিটি। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সাকিবকে দলে ভেড়ায়নি দলটি। গতকাল আনুষ্ঠানিকভাবে এমনটি জানিয়েছেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম।

শানিয়ান বলেন, ‘সাকিব আল হাসান এখনও বাংলাদেশের অন্যতম মূল্যবান ক্রিকেটার, শুধু তাই নয়, বিশ্বের যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগেও তার চাহিদা রয়েছে। আমরা তাকে দলে নিতে চাইনি এমন নয়। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’

তিনি আরও বলেন, ‘সাকিব আল হাসানকে একসঙ্গে ব্যাটসম্যান, স্পিনার ও অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে পাওয়া যায়। তার উপস্থিতি অনেক সমস্যার সমাধান করে দেয়। ক্রিকেটার হিসেবে তার দক্ষতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি’ সাকিবকে দলে না নেওয়ার বিষয়ে তাদের ওপর কোনো প্রকার ‘উপরমহলের’ নির্দেশনা ছিল না বলে জানান শানিয়ান। তিনি বলেন, ‘আমরা সাকিবকে দলে নেওয়ার বিষয়ে কারও কাছ থেকে কোনো নির্দেশ পাইনি। সিদ্ধান্তটি সম্পূর্ণ ম্যানেজমেন্টের। আমরা জানি না সাকিবকে নেওয়ার পর কী ধরনের প্রতিক্রিয়া আসতো।’

গত ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকে দেশের বাইরে আছেন আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হওয়া সাকিব আল হাসান। বিদায়ী টেস্ট খেলতে দেশে ফিরতে চেয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত আর দেশে ফিরতে পারেননি সাবেক এই অধিনায়ক।

রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাওয়াজা নাফে এবং খালেদ আহমেদ।

সাকিবকে নেয়নি রংপুর রাইডার্স!

আপডেট সময় : ০১:৩০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

আসন্ন গ্লোবাল সুপার লিগকে (জিএসএল) সামনে রেখে সাকিব আল হাসানকে দলে ভেড়াতে চেয়েছিল রংপুর রাইডার্স। তবে সেই চাওয়া থেকে সরে এসেছে ফ্রাঞ্চাইজিটি। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সাকিবকে দলে ভেড়ায়নি দলটি। গতকাল আনুষ্ঠানিকভাবে এমনটি জানিয়েছেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম।

শানিয়ান বলেন, ‘সাকিব আল হাসান এখনও বাংলাদেশের অন্যতম মূল্যবান ক্রিকেটার, শুধু তাই নয়, বিশ্বের যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগেও তার চাহিদা রয়েছে। আমরা তাকে দলে নিতে চাইনি এমন নয়। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’

তিনি আরও বলেন, ‘সাকিব আল হাসানকে একসঙ্গে ব্যাটসম্যান, স্পিনার ও অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে পাওয়া যায়। তার উপস্থিতি অনেক সমস্যার সমাধান করে দেয়। ক্রিকেটার হিসেবে তার দক্ষতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি’ সাকিবকে দলে না নেওয়ার বিষয়ে তাদের ওপর কোনো প্রকার ‘উপরমহলের’ নির্দেশনা ছিল না বলে জানান শানিয়ান। তিনি বলেন, ‘আমরা সাকিবকে দলে নেওয়ার বিষয়ে কারও কাছ থেকে কোনো নির্দেশ পাইনি। সিদ্ধান্তটি সম্পূর্ণ ম্যানেজমেন্টের। আমরা জানি না সাকিবকে নেওয়ার পর কী ধরনের প্রতিক্রিয়া আসতো।’

গত ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকে দেশের বাইরে আছেন আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হওয়া সাকিব আল হাসান। বিদায়ী টেস্ট খেলতে দেশে ফিরতে চেয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত আর দেশে ফিরতে পারেননি সাবেক এই অধিনায়ক।

রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাওয়াজা নাফে এবং খালেদ আহমেদ।