তীব্র গরমে দুপুর আড়াইটায় খেলা শুরু নিয়ে তীব্র সমালোচনা। অথচ মাঠ প্রস্তুত নেই। ঘাস কাটা হয়নি। ফলে খেলা শুরু হতে ১১ মিনিট দেরি। খেলা চলাকালে দর্শকদের ছোঁড়া ‘স্মোক ফ্লেয়ার’-এর কারণে খেলা সাময়িকভাবে বন্ধ। একটি দল একজন কম খেলেও জিতেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হয়েছে চরম বিশৃঙ্খলা!
এরকম নানা ঘটন-আর অঘটনের মিশেলে আজ (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে ঘরোয়া ফুটবল মৌসুমের। শুরুটা হয়েছে ‘চ্যালেঞ্জ কাপ’ দিয়ে, যা অনুষ্ঠিত হয়েছে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। ‘এক ম্যাচের টুর্নামেন্ট’ খ্যাত চ্যালেঞ্জ কাপের দ্বিতীয় আসরের এই ম্যাচে বসুন্ধরা কিংস ৪-১ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। ফলে চ্যালেঞ্জ কাপের দুই আসরের দুটিতেই শিরোপা জিতল বসুন্ধরা কিংস।

ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় বসুন্ধরা। ১৩ মিনিটে পেনাল্টি থেকে সমতায় আসে মোহামেডান। বিরতির আগে দুদল আর কোনো গোল দিতে পারেনি। ৬৩ মিনিটের সময় ম্যাচে দ্বিতীয়বার ফাউল করে হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন কিংসের সোহেল রানা সিনিয়র।
৭২ মিনিটে ম্যাচের ব্যবধান ২-১ করেন রাফায়েল আগুস্ত। ৭৪ মিনিটে সেই ব্যবধান ৩-১ করেন ইমানুয়েল সানডে। ৮৬ মিনিটে মোহামেডানের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ব্রাজিলিয়ান ডোরিয়েলটন গোমেজ, ৪-১ গোলের বিশাল জয় নিয়ে শিরোপার আনন্দে মাতে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা।
গতবার মোহামেডানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যালেঞ্জ কাপের শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস। এবারও ঘটল সেই একই ঘটনা, মোহামেডানকে হারাল বসুন্ধরা।
আরকে/সবা


























