০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাকসু নির্বাচনে লড়বে ৪৮ জন নারী, ভিপি পদে নেই কোন নারী প্রার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে এবার মোট ৪২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৪৮ জন, যা নারী নেতৃত্বের অংশগ্রহণে নতুন মাত্রা যোগ করেছে। তবে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে কোনো নারী প্রার্থী নেই।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ড. এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী জানান, নারী শিক্ষার্থীরা বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১২ জন, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১১ জন, সাধারণ সম্পাদক পদে একজন নারী প্রার্থী রয়েছেন। এছাড়া আইন ও মানবাধিকার সম্পাদক, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদক, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদকসহ বিভিন্ন পদেও নারী প্রার্থী আছেন।

দীর্ঘ ৩৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয় সম্প্রদায়। শিক্ষার্থীরা মনে করছেন, এই অংশগ্রহণ ভবিষ্যতের ছাত্ররাজনীতিতে নারী নেতৃত্বকে শক্তিশালী করবে।

আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। নির্বাচনী আমেজে ইতোমধ্যেই ক্যাম্পাস মুখর হয়ে উঠেছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

চাকসু নির্বাচনে লড়বে ৪৮ জন নারী, ভিপি পদে নেই কোন নারী প্রার্থী

আপডেট সময় : ০৯:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে এবার মোট ৪২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৪৮ জন, যা নারী নেতৃত্বের অংশগ্রহণে নতুন মাত্রা যোগ করেছে। তবে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে কোনো নারী প্রার্থী নেই।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ড. এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী জানান, নারী শিক্ষার্থীরা বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১২ জন, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১১ জন, সাধারণ সম্পাদক পদে একজন নারী প্রার্থী রয়েছেন। এছাড়া আইন ও মানবাধিকার সম্পাদক, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদক, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদকসহ বিভিন্ন পদেও নারী প্রার্থী আছেন।

দীর্ঘ ৩৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয় সম্প্রদায়। শিক্ষার্থীরা মনে করছেন, এই অংশগ্রহণ ভবিষ্যতের ছাত্ররাজনীতিতে নারী নেতৃত্বকে শক্তিশালী করবে।

আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। নির্বাচনী আমেজে ইতোমধ্যেই ক্যাম্পাস মুখর হয়ে উঠেছে।

এমআর/সবা