কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের সেগুনবাগিচা গ্রাম এখন মাদকসেবী, মাদক কারবারি ও বিভিন্ন অপরাধচক্রের জন্য নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যার পর এলাকা যেন মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়। গাঁজা, ইয়াবা, চোলাই মদসহ মাদকের অবাধ লেনদেন চলে প্রকাশ্যে, বিনা বাধায়।
স্থানীয়রা জানিয়েছেন, চুরি, ডাকাতি, ব্ল্যাকমেইল এবং অন্যান্য অসামাজিক কার্যকলাপও বেড়ে গেছে। সম্প্রতি গভীর রাতে টিউবওয়েল, বাড়ির মোটর ও হাঁস-মুরগি চুরি হয়েছে। ৫ আগস্ট ২০২৪ সালের পর নতুন মাদক কারবারিরা এলাকায় সক্রিয় হয়ে নিজেদের দখল প্রতিষ্ঠা করেছে।
এলাকাবাসী আরও বলেন, ছাত্র, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী এবং রিকশাচালকরাও মাদক কিনতে আসছে। লেক পাড়ের পরিত্যক্ত বাড়িতে সন্ধ্যার পর বসে মাদকের আসর বসে। লালশিয়া এলাকায় দোকানে সহজলভ্য মদ ও গাঁজা বিক্রি হয়।
যুবদল নেতা রায়হান বলেন, “সেগুনবাগিচা মাদক ও অপরাধীদের স্বর্গরাজ্য। অনেক অপরাধীর নামে ১০–১৫টি মামলা রয়েছে।” স্থানীয় মেম্বার নূর মোহাম্মদ পেটান প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, মাদক নির্মূলের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এলাকাবাসীর সহযোগিতা পেলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব।
এমআর/সবা























