০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদগাঁওয়ে ৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের প্রস্তুতি ও কার্যক্রম শুরু

oplus_2

ঈদগাঁও উপজেলার প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আগামী শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই পৌঁছাতে শুরু করেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবছর সরকারি ও বেসরকারি মিলিয়ে উপজেলার ৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ করা হবে। এর মধ্যে ৩৯টি সরকারি এবং বাকি বিদ্যালয়গুলো বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বই উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অস্থায়ী কার্যালয় থেকে বিদ্যালয়ভিত্তিক বই বিতরণ কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও তাদের প্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা নিজ নিজ বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী বরাদ্দ পাওয়া বই সংগ্রহ করে নিয়ে যান।

ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আলম জানান, এখন পর্যন্ত প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ২৬ হাজার ৮ শতটি বই পাওয়া গেছে। তবে উপজেলার মোট চাহিদা ছিল প্রায় ৩৮ হাজার বই, ফলে এখনো প্রায় ১১ হাজার ৯ শত বই ঘাটতি রয়েছে। কক্সবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এসব বই সরবরাহ করা হচ্ছে বলে তিনি জানান। বরাদ্দ অনুযায়ী বই না পাওয়ায় এই ঘাটতি সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রাপ্ত বইয়ের মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা নিজ নিজ স্কুলের জন্য বরাদ্দকৃত বই সংগ্রহে সন্তোষ প্রকাশ করলেও কিছু বিষয়ে বই না পাওয়ার কথা জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান ভূঁইয়ার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অবশিষ্ট বইগুলো চলতি মাসের মধ্যেই পাওয়ার আশা রয়েছে। বই হাতে পেলেই দ্রুত সব বিদ্যালয়ে বিতরণ সম্পন্ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সানজিদা তন্বীর বিয়ের খবর জানালেন ফেসবুকে নিজের হৃদয়গ্রাহী পোস্টে

ঈদগাঁওয়ে ৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের প্রস্তুতি ও কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৮:৪৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

ঈদগাঁও উপজেলার প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আগামী শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই পৌঁছাতে শুরু করেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবছর সরকারি ও বেসরকারি মিলিয়ে উপজেলার ৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ করা হবে। এর মধ্যে ৩৯টি সরকারি এবং বাকি বিদ্যালয়গুলো বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বই উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অস্থায়ী কার্যালয় থেকে বিদ্যালয়ভিত্তিক বই বিতরণ কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও তাদের প্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা নিজ নিজ বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী বরাদ্দ পাওয়া বই সংগ্রহ করে নিয়ে যান।

ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আলম জানান, এখন পর্যন্ত প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ২৬ হাজার ৮ শতটি বই পাওয়া গেছে। তবে উপজেলার মোট চাহিদা ছিল প্রায় ৩৮ হাজার বই, ফলে এখনো প্রায় ১১ হাজার ৯ শত বই ঘাটতি রয়েছে। কক্সবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এসব বই সরবরাহ করা হচ্ছে বলে তিনি জানান। বরাদ্দ অনুযায়ী বই না পাওয়ায় এই ঘাটতি সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রাপ্ত বইয়ের মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা নিজ নিজ স্কুলের জন্য বরাদ্দকৃত বই সংগ্রহে সন্তোষ প্রকাশ করলেও কিছু বিষয়ে বই না পাওয়ার কথা জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান ভূঁইয়ার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অবশিষ্ট বইগুলো চলতি মাসের মধ্যেই পাওয়ার আশা রয়েছে। বই হাতে পেলেই দ্রুত সব বিদ্যালয়ে বিতরণ সম্পন্ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমআর/সবা