১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চা শ্রমিকদের অধিকার তুলে ধরায় সুবর্ণা হামিদ পেলেন প্রত্যাশা সম্মাননা

চা শ্রমিকদের জীবন, সংগ্রাম ও অধিকার নিয়ে ধারাবাহিক ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরির স্বীকৃতি হিসেবে দৈনিক সবুজ বাংলার সিলেট প্রতিনিধি সাংবাদিক সুবর্ণা হামিদকে প্রত্যাশা সম্মাননা পদক প্রদান করা হয়েছে।

চা শ্রমিকদের পক্ষ থেকে প্রত্যাশা সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং খাদিম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বুরজান টি এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনায়েত আহমদ মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদানি ও রপ্তানিকারক আবুল কালাম, সিলেট ভয়েস-এর সম্পাদক সেলিনা আক্তার চৌধুরী, বুরজান চা বাগানের ব্যবস্থাপক মো. কামরুজ্জামান, অচিন্ত্য কুমার দে অমিত, জয় মাহাত্ম্য কুর্মী, সুবাষ নায়েক রতিলাল, রঞ্জু নায়েক ও কমল চাষা।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি সাইফুল ইসলাম সোহেল।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, চা শ্রমিকরা দেশের একটি গুরুত্বপূর্ণ অথচ দীর্ঘদিন ধরে অবহেলিত জনগোষ্ঠী। তাঁদের শ্রম, স্বাস্থ্যঝুঁকি, নারী ও শিশুদের সমস্যা এবং সামাজিক বৈষম্যের বাস্তব চিত্র গণমাধ্যমে তুলে ধরা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সাংবাদিক সুবর্ণা হামিদ সাহসিকতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন, যা সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করছে।

সম্মাননা গ্রহণকালে সাংবাদিক সুবর্ণা হামিদ বলেন, চা শ্রমিকদের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এ বিষয়ে কাজ করছেন। এই সম্মাননা তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে চা শ্রমিকদের জীবনসংগ্রাম আরও গভীরভাবে তুলে ধরতে তাঁকে নতুন অনুপ্রেরণা জোগাবে।

আলোচনা সভা শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় প্রত্যাশা সমাজ কল্যাণ যুব সংঘের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

চা শ্রমিকদের অধিকার তুলে ধরায় সুবর্ণা হামিদ পেলেন প্রত্যাশা সম্মাননা

আপডেট সময় : ১০:১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

চা শ্রমিকদের জীবন, সংগ্রাম ও অধিকার নিয়ে ধারাবাহিক ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরির স্বীকৃতি হিসেবে দৈনিক সবুজ বাংলার সিলেট প্রতিনিধি সাংবাদিক সুবর্ণা হামিদকে প্রত্যাশা সম্মাননা পদক প্রদান করা হয়েছে।

চা শ্রমিকদের পক্ষ থেকে প্রত্যাশা সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং খাদিম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বুরজান টি এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনায়েত আহমদ মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদানি ও রপ্তানিকারক আবুল কালাম, সিলেট ভয়েস-এর সম্পাদক সেলিনা আক্তার চৌধুরী, বুরজান চা বাগানের ব্যবস্থাপক মো. কামরুজ্জামান, অচিন্ত্য কুমার দে অমিত, জয় মাহাত্ম্য কুর্মী, সুবাষ নায়েক রতিলাল, রঞ্জু নায়েক ও কমল চাষা।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি সাইফুল ইসলাম সোহেল।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, চা শ্রমিকরা দেশের একটি গুরুত্বপূর্ণ অথচ দীর্ঘদিন ধরে অবহেলিত জনগোষ্ঠী। তাঁদের শ্রম, স্বাস্থ্যঝুঁকি, নারী ও শিশুদের সমস্যা এবং সামাজিক বৈষম্যের বাস্তব চিত্র গণমাধ্যমে তুলে ধরা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সাংবাদিক সুবর্ণা হামিদ সাহসিকতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন, যা সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করছে।

সম্মাননা গ্রহণকালে সাংবাদিক সুবর্ণা হামিদ বলেন, চা শ্রমিকদের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এ বিষয়ে কাজ করছেন। এই সম্মাননা তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে চা শ্রমিকদের জীবনসংগ্রাম আরও গভীরভাবে তুলে ধরতে তাঁকে নতুন অনুপ্রেরণা জোগাবে।

আলোচনা সভা শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় প্রত্যাশা সমাজ কল্যাণ যুব সংঘের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমআর/সবা