হামজার ২ গোলে এগিয়ে গেলো বাংলাদেশ।
সমতা আনার দুই মিনিট পর ম্যাচে এগিয়েও গেল বাংলাদেশ। এবার পেনাল্টি থেকে গোল করেছেন হামজা।
বিরতির পর প্রথম মিনিটেই গোল পেয়ে গেল বাংলাদেশ। এনে দিলেন হামজা চৌধুরী। ওভারহেড কিকে করা দুর্দান্ত গোলটিতে ১–১ সমতায় ফিরেছে বাংলাদেশ।
ডান পাশ থেকে ফাহিমের ক্রস নেপালের এক খেলোয়াড় হেডে বিপদমুক্ত করতে চেয়েছিলেন, সেই বল বক্সের বাইরে পেয়ে যান জামাল ভূঁইয়া। তাঁর বাড়ানো বল ওভারহেড কিকে জালে পাঠিয়েছেন হামজা। বাংলাদেশ দলের হয়ে এটি হামলার তৃতীয় গোল।
এমআর/সবা


























