সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ তাঁর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসায় নেওয়া হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ছেলের বাসায় পৌঁছায় বিএনপি নেত্রীর মরদেহ।
দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি নেত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে দুপুর সাড়ে ৩টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন খালেদা জিয়া।
এদিকে, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পৌষের হাড় কাঁপানো শীত উপেক্ষা করে ভোর থেকেই রাজধানীতে দলে দলে আসছেন মানুষ। এছাড়া রাতেই জাতীয় সংসদ ভবন এলাকা, এভারকেয়ার হাসপাতাল, গুলশান কার্যালয় ও ফিরোজার সামনে নেতাকর্মীরা ভিড় করেন। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসছেন ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি। জানাজা ঘিরে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
এর আগে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরি ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে বুধবার (৩১ ডিসেম্বর) এক দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।
এমআর/সবা
























