চট্টগ্রামের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অরবিট ক্রেডিট স্কুল অ্যান্ড কলেজ খুলশী শাখা সুধীসমাবেশ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজন করেছে বর্ণাঢ্য মিলনমেলা ও হ্যাপি ক্লাস পার্টি। বৃহস্পতিবার সামারা কনভেনশনে আয়োজিত এ অনুষ্ঠান রঙিন আয়োজন, সংগীত, কেককাটা উৎসব এবং শিক্ষক–অভিভাবক–শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে হয়ে ওঠে এক ব্যতিক্রমী মিলন উৎসব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরবিট ক্রেডিট স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত পরিচালক লায়ন মোহাম্মদ আমিরুল হক এমরুল কায়েস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক অধ্যক্ষ জেসমিন সুলতানা রিভা। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বেলাল হোসেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কো-অর্ডিনেটর রুমিন্নেছা ও লিমা চক্রবর্তী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. শিহাব উদ্দিন, অক্সিজেন শাখার উপাধ্যক্ষ শিহাব ইকবাল, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীরা।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে বর্ণাঢ্য সূচনা
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর পরিচালক লায়ন মোহাম্মদ আমিরুল হক এমরুল কায়েস ও নির্বাহী পরিচালক জেসমিন সুলতানা রিভা ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। মুহূর্তেই পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।
শ্রেণিভিত্তিক কেককাটা ও সৃজনশীল পরিবেশনা
উদ্বোধনের পর শুরু হয় শ্রেণিভিত্তিক কেককাটার উৎসব। প্রতিটি ক্লাসের শিক্ষার্থীরা নিজেদের কেক কেটে আনন্দ ভাগাভাগি করে নেয়। শিক্ষার্থীদের নাচ, গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। অভিভাবকরা সন্তানের সঙ্গে ছবি তোলেন, কথা বলেন এবং অনুপ্রেরণার বাক্য দিয়ে উৎসাহ দেন।
অভিভাবক-শিক্ষকের একাত্মতা—সবার অংশগ্রহণে মিলনমেলা
অনুষ্ঠানের শেষ পর্বে অভিভাবক ও অভিভাবিকাদের সম্মিলিত কেককাটা অনুষ্ঠান পুরো হলজুড়ে এক বিশেষ আবহ তৈরি করে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের একসঙ্গে অংশগ্রহণে অনুষ্ঠান রূপ নেয় প্রকৃত মিলনমেলায়।
অভিভাবকরাও সন্তানের শিক্ষা, শৃঙ্খলা, সহপাঠ কার্যক্রম এবং প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। অনেক অভিভাবক বলেন—এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, উৎসাহ ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলে।
প্রতিষ্ঠানের উন্নয়ন ও মূল্যবোধের বার্তা
প্রধান অতিথি লায়ন মোহাম্মদ আমিরুল হক এমরুল কায়েস বলেন, “অরবিট ক্রেডিট স্কুল অ্যান্ড কলেজ শুধু শিক্ষাদান নয়, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নেতৃত্ব এবং নৈতিকতার বিকাশে কাজ করছে।”
বিশেষ অতিথি অধ্যক্ষ জেসমিন সুলতানা রিভা বলেন, “অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থী একসঙ্গে হাঁটলে শিক্ষা আরও সমৃদ্ধ হয়। আজকের এই মিলনমেলা তারই উদাহরণ।”
প্রতিষ্ঠানের অধ্যক্ষ বেলাল হোসেন বলেন, “শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও আমরা এমন সৃষ্টিশীল অনুষ্ঠান আয়োজন করতে চাই।”
মিলনমেলার রঙিন স্মৃতি
দিনব্যাপী হাসি-উচ্ছ্বাসে ভরপুর এ অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য যেমন ছিল অবিস্মরণীয়, তেমনি অভিভাবক ও শিক্ষকদের জন্য ছিল এক আবেগঘন মিলনমেলা। সমাপ্তির পরও কনভেনশন সেন্টারের আঙিনা জুড়ে থেকে যায় আনন্দের রেশ—বন্ধুত্ব, একতা ও সুন্দর শিক্ষার বার্তা।
অরবিট ক্রেডিট স্কুল অ্যান্ড কলেজ খুলশী শাখার এই চমৎকার আয়োজন চট্টগ্রামের শিক্ষা সংস্কৃতিতে আরেকটি সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকল।
সম্পাদনা: মোস্তাফিজুর রহমান

























