রাঙামাটির রাজস্থলী উপজেলায় বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ স্কাউটস রাজস্থলী উপজেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ৫ দিনব্যাপী ২১৩তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার সকালে রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে কোর্সের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“স্কাউটিং একজন সচেতন, সৃজনশীল, মানবিক ও দায়িত্ববান নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষকরা এ প্রশিক্ষণ নিয়ে শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে আরও দক্ষ হবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান,কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম,রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদউল্ল্যাহ, স্কাউট উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ জাহেদুল আলম,বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম আঞ্চলিক সম্পাদক শাহনেওয়াজ মির্জা,রাঙামাটি জেলা সম্পাদক বাবুর্শে মারমা, এছাড়া স্কাউটসের প্রশিক্ষকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।
৫ দিনব্যাপী এই কোর্সে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৪০ জন সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা স্কাউটিংয়ের নীতি, নেতৃত্বগুণ, শিশু-কিশোরদের দল পরিচালনা, শৃঙ্খলা চর্চা এবং বিভিন্ন কাব স্কাউট কার্যক্রম সম্পর্কে হাতে–কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়। অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও অধিক সংখ্যক শিক্ষককে এ প্রশিক্ষণের আওতায় এনে স্কাউটিং কার্যক্রমকে গ্রামীণ পর্যায়ে আরও শক্তিশালী করা হবে।






















