আজিজ সুপার মার্কেটের সামনে থেকে শাহবাগ চত্বরে ফিরে এসেছেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা। তারা শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান শরিফ ওসমান হাদির কবর জেয়ারতে আসা উপলক্ষে রাজধানীর শাহবাগ এলাকা থেকে সরে কিছু সময়ের জন্য আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছিলেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা।
তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শরিফ ওসমান হাদির কবর জেয়ারত শেষে এ এলাকা ছেড়ে চলে গেলে তারা শাহবাগ মোড়ে আবার ফিরে আসেন।
বিক্ষোভকারীদের ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘গোলামী না আজাদী, আজাদী আজাদী’, ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’,সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় প্রচারে যাওয়া ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসী। রিকশায় থাকা হাদি মাথায় গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এরপর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। অবস্থা গুরুতর দেখে সেখান থেকে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যায় সরকার। সেখানে তিনি গত ১৮ ডিসেম্বর মারা যান।
এমআর/সবা























