জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন-৩৬৪০’র সদস্য মরহুম ঠান্ডা মিয়া ও মরহুম আব্দুস ছাত্তারের পরিবারের হাতে কল্যাণ তহবিলের চেক তুলে দেওয়া হয়েছে। সংগঠনের কল্যাণ তহবিল থেকে ৫০ হাজার টাকার দুইটি চেক তাঁদের স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুরে ছনকান্দা ফেরীঘাটে ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোত্তালেব বলেন, শ্রমিকদের দুঃসময়ে পাশে দাঁড়ানোই সংগঠনের অন্যতম দায়িত্ব। মরহুম আব্দুস ছাত্তার ও মরহুম ঠান্ডা মিয়া দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং পেশাগত জীবনে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তিনি আরও বলেন, কল্যাণ তহবিলের অর্থ দিয়ে অসহায় শ্রমিক পরিবারগুলোর ন্যূনতম সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
চেক গ্রহণের সময় মরহুম আব্দুস ছাত্তার ও মরহুম ঠান্ডা মিয়ার স্ত্রী ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্বামীর মৃত্যুর পর এই সহায়তা তাঁদের পরিবারের জন্য বড় ভরসা হয়ে এসেছে।
শু/সবা



















