কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষা বর্ষের সরকারি পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বিভিন্ন বিষয়ের মোট নয়টি বইয়ের একটি সেট তৈরি করে শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়। বই বিতরণে প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল হক, সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ খান, নুরুল কবিরসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক জানান, বই পৌঁছানোর পর সপ্তম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরও চলতি বর্ষের নতুন বই বিতরণ করা হবে। শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়।
শু/সবা






















