০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অবরোধ সমর্থনে জবির দুই গেটে ছাত্রদলের তালা

  • সবুজ বাংলা
  • আপডেট সময় : ০৯:৫৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • 95

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ডাকা তিন দিনব্যাপী অবরোধ কর্মসূচির সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৪ নং গেট (ব্যাংকের গেট ) ও পোগোজ ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ গেটে তালা ও ব্যানার ঝুলিয়ে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রবেশ পথ দুইটিতে তালা ঝুলিয়ে দেয়া হয়।এ সময় প্রোগজ ল্যাবরেটরী স্কুল গেটে তালা ও ব্যানার ঝোলানোর সময় পুলিশ তাদের ধাওয়া করে।

শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, এক দফা দাবি আদায় এবং বিএনপির শান্তিপূর্ণ মহা সমাবেশে পুলিশলীগ ও আওয়ামী সন্ত্রাসীদের বর্বর হামলা ও গণ গ্রেফতারের প্রতিবাদে আমরা অবরোধ পালন করছি।তার অংশ হিসেবে আমরা বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ও লিখিত ব্যানর ঝুলিয়ে দিয়েছি।
তিনি আরো বলেন,আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের এই ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ প্রশাসন জনগনের স্বার্থ রক্ষার অবরোধকে সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখবেন। আর যদি বিশ্ববিদ্যালয় বন্ধ না রাখেন সামনের যে কোন সহিংসতা এবং অপ্রতিকর ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবেন। আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত যতই হামলা মামলা গ্রেফতার করুক আমরা রাজপথে ছিলাম, আছি, ইনশাআল্লাহ জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবো ইনশাআল্লাহ।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন,গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিএনপির ঢাকা অবরোধের সমর্থনে, আজ জবি ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটে তালা দিয়ে দেশের জনগণের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এই অবরোধ পালনে উৎসব করছে।

জনপ্রিয় সংবাদ

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে ৮ জন নিহত

অবরোধ সমর্থনে জবির দুই গেটে ছাত্রদলের তালা

আপডেট সময় : ০৯:৫৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ডাকা তিন দিনব্যাপী অবরোধ কর্মসূচির সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৪ নং গেট (ব্যাংকের গেট ) ও পোগোজ ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ গেটে তালা ও ব্যানার ঝুলিয়ে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রবেশ পথ দুইটিতে তালা ঝুলিয়ে দেয়া হয়।এ সময় প্রোগজ ল্যাবরেটরী স্কুল গেটে তালা ও ব্যানার ঝোলানোর সময় পুলিশ তাদের ধাওয়া করে।

শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, এক দফা দাবি আদায় এবং বিএনপির শান্তিপূর্ণ মহা সমাবেশে পুলিশলীগ ও আওয়ামী সন্ত্রাসীদের বর্বর হামলা ও গণ গ্রেফতারের প্রতিবাদে আমরা অবরোধ পালন করছি।তার অংশ হিসেবে আমরা বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ও লিখিত ব্যানর ঝুলিয়ে দিয়েছি।
তিনি আরো বলেন,আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের এই ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ প্রশাসন জনগনের স্বার্থ রক্ষার অবরোধকে সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখবেন। আর যদি বিশ্ববিদ্যালয় বন্ধ না রাখেন সামনের যে কোন সহিংসতা এবং অপ্রতিকর ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবেন। আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত যতই হামলা মামলা গ্রেফতার করুক আমরা রাজপথে ছিলাম, আছি, ইনশাআল্লাহ জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবো ইনশাআল্লাহ।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন,গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিএনপির ঢাকা অবরোধের সমর্থনে, আজ জবি ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটে তালা দিয়ে দেশের জনগণের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এই অবরোধ পালনে উৎসব করছে।