১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাকৃবিতে পিএইচডি ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সনদ বিতরণী অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পিএইচডি ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সকাল ১১ টায় এগ্রোমেটিওরোলজি বিভাগের সম্মেলন কক্ষে এই সনদ বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৫০ জন স্নাতকোত্তর এবং ২৭ জন পিএইচডি প্রশিক্ষণার্থীকে সনদ বিতরণ করা হয়।

এগ্রোমেটিওরোলজিক্যাল ইনফরমেশন সিস্টেম ডেভোলপমেন্ট প্রজেক্টেও (এআইসিডিপি) আওতায় শিক্ষার্থীদের ‘স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর ডক্টরাল স্টুডেন্টস’ কোর্সটি সম্পন্ন করা হয়। এই কোর্সে শিক্ষার্থীদের গবেষণার কাজে প্রয়োজনীয় ডাটা বিশ্লেষণ ও প্রদর্শনী করার জন্য মিনিট্যাব, আর ল্যাংগুয়েজ ও এসপিএসএস সফ্টওয়্যারের উপর বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে এগ্রোমেটেরিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.এ.বি.এম. আরিফ হাসান খান রবিনের সভাপতিত্বে এবং স্নাতকোত্তর শিক্ষার্থী আফরিন সুলতানার সঞ্চালনায় সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবির উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল বাতেন ও ফসল উদ্ভিদ বিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন। এছাড়াও অনুষ্ঠানে পিএইচডি, স্নাতকোত্তরের বিভিন্ন বিভাগের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান বলেন, বাকৃবিতে ডাটা বিশ্লেষণের কাজ করতে পারা শিক্ষকদের সংখ্যা তুলনামূলক কম। মিনিট্যাব, আর, এসপিএসএস সফ্টওয়্যার গুলো যারা স্নাতকোত্তর ও পিএইচডি প্রশিক্ষণার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো বেশি বেশি চর্চা করতে হবে। বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা পিএইচডি করছে তাদের জন্য থিসিসের পাশাপাশি গবেষণা পেপার প্রকাশ করা বাধ্যতামূলক। আর বিশ্ব র‌্যাংকিং এ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই সময়ে গবেষণার উপর গুরুত্ব দেওয়া উচিত। আর গবেষণার জন্য ডাটা বিশ্লেষণের এই সফ্টওয়্যার গুলো ব্যবহার জানা গুরুত্বপূর্ণ।

জনপ্রিয় সংবাদ

বাকৃবিতে পিএইচডি ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সনদ বিতরণী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫২:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পিএইচডি ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সকাল ১১ টায় এগ্রোমেটিওরোলজি বিভাগের সম্মেলন কক্ষে এই সনদ বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৫০ জন স্নাতকোত্তর এবং ২৭ জন পিএইচডি প্রশিক্ষণার্থীকে সনদ বিতরণ করা হয়।

এগ্রোমেটিওরোলজিক্যাল ইনফরমেশন সিস্টেম ডেভোলপমেন্ট প্রজেক্টেও (এআইসিডিপি) আওতায় শিক্ষার্থীদের ‘স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর ডক্টরাল স্টুডেন্টস’ কোর্সটি সম্পন্ন করা হয়। এই কোর্সে শিক্ষার্থীদের গবেষণার কাজে প্রয়োজনীয় ডাটা বিশ্লেষণ ও প্রদর্শনী করার জন্য মিনিট্যাব, আর ল্যাংগুয়েজ ও এসপিএসএস সফ্টওয়্যারের উপর বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে এগ্রোমেটেরিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.এ.বি.এম. আরিফ হাসান খান রবিনের সভাপতিত্বে এবং স্নাতকোত্তর শিক্ষার্থী আফরিন সুলতানার সঞ্চালনায় সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবির উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল বাতেন ও ফসল উদ্ভিদ বিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন। এছাড়াও অনুষ্ঠানে পিএইচডি, স্নাতকোত্তরের বিভিন্ন বিভাগের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান বলেন, বাকৃবিতে ডাটা বিশ্লেষণের কাজ করতে পারা শিক্ষকদের সংখ্যা তুলনামূলক কম। মিনিট্যাব, আর, এসপিএসএস সফ্টওয়্যার গুলো যারা স্নাতকোত্তর ও পিএইচডি প্রশিক্ষণার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো বেশি বেশি চর্চা করতে হবে। বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা পিএইচডি করছে তাদের জন্য থিসিসের পাশাপাশি গবেষণা পেপার প্রকাশ করা বাধ্যতামূলক। আর বিশ্ব র‌্যাংকিং এ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই সময়ে গবেষণার উপর গুরুত্ব দেওয়া উচিত। আর গবেষণার জন্য ডাটা বিশ্লেষণের এই সফ্টওয়্যার গুলো ব্যবহার জানা গুরুত্বপূর্ণ।