ফেনী-সোনাইমুড়ী সড়কের ফেনী অংশের তালতলা এলাকায় রাজাপুর কলেজের সহকারী অধ্যাপক মো. সাঈদ আলী স্বপন বৃহস্পতিবার রাতে মহিপাল থেকে সিএnনজিচালিত অটোরিকশা যোগে নিজ বাড়িতে যাওয়ার পথে যাত্রীবেশী ছিনতাইকারীর কবলে পড়ে মোবাইল, নগদ টাকা খোয়ালেন।
এসময় ছিনতাইকারীদের মারধরে মারাত্মক আহত হয়ে এক পর্যায়ে প্রাণ রক্ষায় সিএনজি থেকে লাফিয়ে পড়ে জীবন রক্ষা করেছেন। আহত কলেজ শিক্ষক ফেনী কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন।
জানা গেছে, রাজাপুর কলেজের সহকারী অধ্যাপক সাঈদ আলী স্বপন মহিপাল থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি যাওয়ার উদ্দেশ্য গাড়িতে উঠে। এসময় গাড়িতে আরো দুইজন যাত্রীবেশী ছিনতাইকারী বসা ছিলো। সিএনজিচালিত অটোরিকশাটি তেমুহানী পার হওয়ার পর সমবায় ইন্সটিটিউট এর পার হয়ে মিজি বাড়ির সামনে এলে চালকের সহযোগিতায় যাত্রীবেশী ছিনতাইকারীরা কলেজ শিক্ষককে মারধর ও জিম্মি করে মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়। একপর্যায়ে তালতলা এলাকায় ওই শিক্ষক জীবন বাঁচাতে সিএনজিচালিত অটোরিকশা থেকে লাফ দিয়ে পড়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত কলেজ শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, ছিনতাই এর বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





















