ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা হয়েছে।। সোমবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের কাছে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন তার নির্বাচনী সমন্বয়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ল রফিকুল আলম মজনু। বেগম খালেদা জিয়া এভারকেয়ারে চিকিৎসাধীন থাকায় বিকল্প প্রার্থী হিসেবে মজনুও মনোনয়নপত্র জমা দেন।
রফিকুল আলম মজনু জানান, দলের সিদ্ধান্তে মনোনয়ন জমা দিলেও বেগম খালেদা জিয়ার পক্ষে কাজ করবেন।
একইসময় ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও ফেনী-২ আসনে চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি মনোনয়ন জমা দেন।

এছাড়া দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করছেন ফেনী-২ আসনের জামায়াত জোটের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
ফেনী-১ আসনে জামায়াত প্রার্থী এসএম কামাল উদ্দিন, ফেনী-৩ আসনে জামায়াত প্রার্থী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক, পিআরপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, বাসদের জেলা সভাপতি জসিম উদ্দিন,, জাতীয়পার্টির আবু সুফিয়ান ফরম জমা দিয়েছেন। জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক তথ্য নিশ্চিত করেছেন।
শু/সবা























