রংপুরে পারিবারিক বিবাদের জেরে বাবাকে কুপিয়ে হত্যার পর আত্মসমর্পণ করেছেন ছেলে মাসুদুল হাসান (২৫)। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নুরুল হক (৪৮)।
স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মাসুদুল হাসান ধারালো অস্ত্র দিয়ে বাবার ওপর হামলা চালান। গুরুতর আহত নুরুল হককে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর মাসুদুল হাসান নিজেই রংপুর কোতোয়ালি থানায় পৌঁছে আত্মসমর্পণ করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাসুদুল হাসান মানসিকভাবে ভারসাম্যহীন। তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
স্থানীয় সমাজকর্মী ও পুলিশ বিশেষজ্ঞরা বলেন, পারিবারিক সহিংসতা ও হতাশা থেকে এমন ঘটনায় যুবকদের প্রতিরোধ করা অত্যন্ত জরুরি। বাবা বা পরিবারের সদস্যের ওপর সহিংসতা চালানো কেবল অপরাধ নয়, এটি সামাজিক ও নৈতিকভাবেও অগ্রহণযোগ্য। পরিবার ও কমিউনিটির মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ যুবকদের পরামর্শ ও সহায়তা এবং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সেবা নিশ্চিত করা গেলে এ ধরনের ট্রাজেডি অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব।
পুলিশ ও স্থানীয় প্রশাসন এ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সমাজে এই ধরনের সহিংসতা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানাচ্ছে।
এমআর/সবা




















