ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতি ছিল ৯১ দশমিক ৩২ শতাংশ।
শনিবার (২৫ জানুয়ারী) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাবি ভর্তি পরীক্ষার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক ড. মো. ইকবাল শাহিন খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯ হাজার ২১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন৷ এরমধ্যে আজকের ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন ৮ হাজার ২৩৮ জন। অনুপস্থিত ছিলেন ৭৮৩ জন। মোটা উপস্থিতি ৯১ দশমিক ৩২ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, খুব শান্তিপূর্ণভাবে ঢাবির ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের প্রক্টররিয়াল বডি ও নিরাপত্তা দপ্তরের প্রহরী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তায় ছিলেন।


























