বাফুফের ওয়েবসাইটে সাবিনা খাতুন এখনো অধিনায়ক হিসেবে রয়েছেন!
মিয়ানমারে চলমান নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দলের অধিনায়ক আফঈদা খন্দকার। বাংলাদেশের কিংবদন্তি নারী ফুটবলার সাবিনা খাতুনকে দলেই রাখেননি ব্রিটিশ কোচ পিটার বাটলার। অথচ বাফুফের ওয়েবসাইটে সাবিনা খাতুন এখনো অধিনায়ক হিসেবে রয়েছেন!
বাফুফের ওয়েবসাইট তথ্যসমৃদ্ধ তো নয়-ই বরং হালনাগাদও নয় ৷ সাবিনাকে অধিনায়ক, মাসুরা, কৃষ্ণা, সানজিদা, সুমাইয়াকে এখনো জাতীয় দলে খেলোয়াড় হিসেবে দেখানো হচ্ছে। অথচ তারা মার্চ উইন্ডোতে সংযুক্ত আরব আমিরাত, মে মাসে জর্ডান সফর এবং চলমান এশিয়ান নারী বাছাইয়ের টুর্নামেন্টে দলেই নেই!
বাফুফের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ফেসবুক পেজ অনেক সক্রিয় হয়েছে। কিন্তু ওয়েবসাইটের অবস্থা করুণ। যার প্রমাণ সাবিনাকে এখনও অধিনায়ক হিসেবে দেখা যাচ্ছে!
আরকে/সবা


























