‘বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে…।’
বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু আজ শনিবার (১২ জুলাই) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথা বলেন।
বাংলাদেশে না হলেও বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই খেলতে দেখা যায় সাকিবকে। রাজনৈতিক পরিস্থিতির কারণে বেশ অনেকটা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন তিনি। ফলে অনেকেই লাল-সবুজের জার্সিতে তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে বলে মনে করেন।
আরকে/সবা


























