বন্দরনগরী চট্টগ্রাম আদালতে মোটরসাইকেল চুরির মামলায় হাজিরা দিতে এসে পুনরায় মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়া চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছেন কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, পটিয়া থানার কোলাগাঁও সিরাজশাহ মাজার বাড়ীর আব্দুল আলীমের ছেলে মো. রিপন (৩২), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চিওড়া ডিমাতলী এলাকার মৃত মনু মিয়ার ছেলে আব্দুল কাদের জিলানী প্রকাশ অভি (২৬) ও কক্সবাজার জেলার মহেশখালী থানার মাতারবাড়ী মনহাজীর পাড়া আনছারের বাপের বাড়ির মো. মোস্তাকের ছেলে সজিবুল ইসলাম (২১)। তাদেরকে চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গতকাল ( ৪ অক্টোবর ) নগরের কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে চক্রের একজনকে গ্রেফতারের পর বিষয়টি সামনে আসে। কোতোয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্তবর্তী এই প্রতিবেদককে বলেন বলেন, বুধবার (৪ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে মেরিনার্স রোড এলাকা থেকে চোর চক্রের মূলহোতা মো.রিপনকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।পরে রিপন পুলিশকে জানায় চোরাই মোটরসাইকেলগুলো কুমিল্লার আব্দুল কাদের জিলানী প্রকাশ অভি ও কক্সবাজারের মহেশখালী সজিবুল ইসলাম কাছে বিক্রি করেন। অভি থেকে আটটি ও সজিব থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতার রিপনের বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। সেই মামলাগুলোর হাজিরা দিতে চট্টগ্রাম আদালতে আসতেন নিয়মিত। আদালতের কাজ শেষে বাড়িতে যাওয়ার সময় সুযোগ বুঝে কোর্ট বিল্ডিং এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে লক করা মোটরসাইকেল বিশেষ কায়দায় তৈরি মাস্টার চাবি ব্যবহার করে দ্রুততম সময়ে লক খুলে চুরি করে নিয়ে যেতেন।
শিরোনাম
চট্টগ্রাম আদালতে মামলার হাজিরা দিতে এসে মোটরসাইকেল চুরি, গ্রেফতার ৩
-
সবুজ বাংলা - আপডেট সময় : ০৬:৫০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
- ।
- 171
জনপ্রিয় সংবাদ




















