পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (পবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার মূল দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
গত রবিবার (৭ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকজন শিক্ষার্থী ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের স্বাক্ষরিত একটি আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিনের কাছে জমা দেন।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম আরও সহজ, স্বচ্ছ ও সুষ্ঠু হয়েছে, শিক্ষার্থীদের ভোগান্তিও অনেক কমেছে। এ ব্যবস্থাকে আরও কার্যকর করতে পবিপ্রবির নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, পর্যাপ্ত সক্ষমতা থাকা সত্ত্বেও পবিপ্রবি এখনও এ দায়িত্ব পালন করার সুযোগ পায়নি, যেখানে শাবিপ্রবি, যবিপ্রবি ও মাবিপ্রবি পর্যায়ক্রমে নেতৃত্ব দিয়েছে। তাই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব পবিপ্রবিকে দেওয়ার জোর দাবি জানান তারা।
এ বিষয়ে রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, “আমরা সবসময় প্রস্তুত আছি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনের। তবে দায়িত্ব আবেদনের ভিত্তিতে নয়, ইউজিসি থেকে দেওয়া হয়। যদি ইউজিসি দায়িত্ব দেয়, আমরা যথাযথভাবে তা পালনে সক্ষম।”
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম জানান, “২০২৩ সালে একবার এই সুযোগ এসেছিল, কিন্তু তৎকালীন প্রশাসন তা গ্রহণ করেনি। ভবিষ্যতে সুযোগ এলে আমরা অবশ্যই দায়িত্ব নিতে প্রস্তুত। আমাদের বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত সক্ষমতা রয়েছে।”
এমআর/সবা

























