০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয়দের জন্য যুক্তরাজ্যের ভিসা নীতি শিথিল হবে না: কিয়ার স্টারমার

ভারতীয় নাগরিকদের জন্য যুক্তরাজ্যের ভিসা নীতি শিথিল করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার (৮ অক্টোবর) ভারতের দুই দিনের বাণিজ্যিক ও অর্থনৈতিক সফরে পৌঁছানো স্টারমার বলেন, ভারতীয় শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য ভিসার সুযোগ-সুবিধা বৃদ্ধি বা নতুন পথ চালু করার কোনো পরিকল্পনা তাদের নেই।

স্টারমার জানিয়েছেন, আলোচনা মূলত ব্যবসায়িক অংশীদারিত্ব, বিনিয়োগ, চাকরি ও যুক্তরাজ্যের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে হবে। ভারতের সঙ্গে জুলাইয়ে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তির মাধ্যমে যুক্তরাজ্য তার গাড়ি ও হুইস্কি ভারতে সস্তায় রপ্তানি করবে এবং ভারতীয় পোশাক ও গয়না সস্তায় আমদানি করবে। চুক্তির অংশ হিসেবে স্বল্পমেয়াদি ভিসাধারীরা তিন বছরের জন্য সামাজিক নিরাপত্তা ব্যয়ে ছাড় পাবেন।

তবে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, অভিবাসননীতি বা ভিসার ক্ষেত্রে কোনো বিস্তৃত পরিবর্তন আনা হয়নি। লেবার সরকার দেশটিতে অভিবাসন নিয়ন্ত্রণের দিকে জোর দিচ্ছে।

সফরে স্টারমার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। সফরের আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুলভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা পাঠানোর বিষয়টি অস্বীকার করেছেন এবং বলেন, তিনি এমন কিছু করবেন না।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে ৮ জন নিহত

ভারতীয়দের জন্য যুক্তরাজ্যের ভিসা নীতি শিথিল হবে না: কিয়ার স্টারমার

আপডেট সময় : ০৬:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

ভারতীয় নাগরিকদের জন্য যুক্তরাজ্যের ভিসা নীতি শিথিল করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার (৮ অক্টোবর) ভারতের দুই দিনের বাণিজ্যিক ও অর্থনৈতিক সফরে পৌঁছানো স্টারমার বলেন, ভারতীয় শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য ভিসার সুযোগ-সুবিধা বৃদ্ধি বা নতুন পথ চালু করার কোনো পরিকল্পনা তাদের নেই।

স্টারমার জানিয়েছেন, আলোচনা মূলত ব্যবসায়িক অংশীদারিত্ব, বিনিয়োগ, চাকরি ও যুক্তরাজ্যের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে হবে। ভারতের সঙ্গে জুলাইয়ে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তির মাধ্যমে যুক্তরাজ্য তার গাড়ি ও হুইস্কি ভারতে সস্তায় রপ্তানি করবে এবং ভারতীয় পোশাক ও গয়না সস্তায় আমদানি করবে। চুক্তির অংশ হিসেবে স্বল্পমেয়াদি ভিসাধারীরা তিন বছরের জন্য সামাজিক নিরাপত্তা ব্যয়ে ছাড় পাবেন।

তবে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, অভিবাসননীতি বা ভিসার ক্ষেত্রে কোনো বিস্তৃত পরিবর্তন আনা হয়নি। লেবার সরকার দেশটিতে অভিবাসন নিয়ন্ত্রণের দিকে জোর দিচ্ছে।

সফরে স্টারমার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। সফরের আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুলভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা পাঠানোর বিষয়টি অস্বীকার করেছেন এবং বলেন, তিনি এমন কিছু করবেন না।

এমআর/সবা