বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা ও শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা বিকাশের লক্ষ্যে নাটোরের সিংড়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা ও দ্বিতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা-বুদ্ধিজীবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ উজ্জ্বল হোসাইন। তিনি বলেন, “বিজ্ঞান হচ্ছে উন্নয়নের চাবিকাঠি। আজকের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী করে গড়ে তুললেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারব।”
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। ১৫টি স্টলে প্রদর্শিত হয় নানা ধরনের বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট ও উদ্ভাবন—রোবট নিয়ন্ত্রণ ব্যবস্থা, সোলার এনার্জি মডেল, স্মার্ট হোম সিস্টেম, বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পসহ আকর্ষণীয় নানা উদ্ভাবন।
মেলায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে প্রাণবন্ত এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এমআর/সবা




















