মানিকগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিক ও তাঁর ভাই আব্দুর রফিকের বিরুদ্ধে “মিথ্যা ও মানহানিকর” বক্তব্য দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ডা. সিদ্দিক।
গতকাল শুক্রবার সকালে শিবালয় উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বরঙ্গাইলে তাঁর পৈত্রিক সম্পত্তিতে নির্বাচনী প্রচার অফিস নির্মাণের সময় শিবালয় উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম ও তাঁর লোকজন তা ভাঙচুর করেন। পুলিশ এ ঘটনায় আলীমকে গ্রেপ্তার করে কোর্টে পাঠায়।
তিনি আরও বলেন, জামিনে মুক্তি পেয়ে আলীম এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপপ্রচার চালাচ্ছেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা তথ্য প্রকাশ করেছেন। ডা. সিদ্দিক তাঁকে “সন্ত্রাসী, চাঁদাবাজ ও জুয়ারু” আখ্যা দিয়ে বিএনপি হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে নির্বাচনী পরিচালক মাওলানা ওমর ফারুক, সদস্য সচিব মাওলানা জহিরুল ইসলাম, শিবালয় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু তালেবসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
এমআর/সবা























