আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী ৩ দাগনভূঞা সোনাগাজী আসনে নির্বাচনী কমিটি গঠন করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে দাগনভূঞা নামার বাজার মারকাজুল কারীম ইসলামিয়া মাদ্রাসায় কমিটি গঠনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী ৩ এর ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ সাইফুদ্দিন শিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলার সাবেক সভাপতি মাওলানা নুরুল করিম। বক্তব্য রাখেন ফেনী ২ এর নির্বাচন কমিটির আহবায়ক মাওলানা আলা উদ্দিন আল সাবেরী,ইসলামি আন্দোলন ওমান শাখার সভাপতি মাওলানা আবুল হাসেম,দাগনভূঞা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা ফারুক আহমেদ ও সাংবাদিক আবুল হাসনাত তুহিন। সঞ্চালনায় দায়িত্বে ছিলেন মাওলানা আতিক উল্লাহ আল মামুন। সভায় মুফতি সোহায়ল কাসেমী কে আহবায়ক এবং নুরুল আমিন মিরাজ কে সদস্য সচিব করা হয়েছে।
এমআর/সবা




















