০৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিলাইছড়িতে আদা চাষ ও মাচায় সব্জি চাষ খতিয়ে দেখলেন কৃষি কর্মকর্তা

রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান মঙ্গলবার (২৮ অক্টোবর) পার্টনার ফিল্ড স্কুল, পারিবারিক পুষ্টি বাগান, বস্তায় আদা চাষ ও মাচায় সব্জি চাষসহ অন্যান্য কৃষি কার্যক্রম পরিদর্শন করেন।

সকাল ৯টার দিকে উপজেলায় পৌঁছে তিনি প্রথমে দীঘলছড়িতে পার্টনার ফিল্ড স্কুল পরিদর্শন করেন। এরপর ধুপ্যাচর ও উপজেলার পার্শ্ববর্তী এলাকায় বস্তায় আদা চাষ ও মাচায় সব্জি চাষ কার্যক্রম খতিয়ে দেখেন। পরবর্তীতে তিনি পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন করে কৃষকদের সঙ্গে সরাসরি আলাপচারিতার মাধ্যমে তাদের সুবিধা ও অসুবিধা জানতে চান।

উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান চলমান কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি ২০২৫-২৬ অর্থ বছরে অনাবাদি পতিত জমি এবং বসতবাড়ি আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (১ম ও ২য় সংশোধিত) প্রকল্পের আওতায় উপজেলা মিলনায়তন ও কনফারেন্সেও উপস্থিত ছিলেন। তিনি কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন এবং পুষ্টি বিষয়ে তাদের ধারণা বৃদ্ধি করার জন্য পরামর্শ দেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওমর ফারুক, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিভূতি-ভূষণ চাকমা, অনুময় চাকমা, রুবেল বড়ুয়া, সুব্রত গুপ্ত, সুকান্ত কুমার মদক, বদিউল আলমসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামানের এই পরিদর্শন উপজেলার কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, স্থায়ী কৃষি চর্চা ও পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় শহীদ হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে অবরোধ

বিলাইছড়িতে আদা চাষ ও মাচায় সব্জি চাষ খতিয়ে দেখলেন কৃষি কর্মকর্তা

আপডেট সময় : ০৭:৫০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান মঙ্গলবার (২৮ অক্টোবর) পার্টনার ফিল্ড স্কুল, পারিবারিক পুষ্টি বাগান, বস্তায় আদা চাষ ও মাচায় সব্জি চাষসহ অন্যান্য কৃষি কার্যক্রম পরিদর্শন করেন।

সকাল ৯টার দিকে উপজেলায় পৌঁছে তিনি প্রথমে দীঘলছড়িতে পার্টনার ফিল্ড স্কুল পরিদর্শন করেন। এরপর ধুপ্যাচর ও উপজেলার পার্শ্ববর্তী এলাকায় বস্তায় আদা চাষ ও মাচায় সব্জি চাষ কার্যক্রম খতিয়ে দেখেন। পরবর্তীতে তিনি পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন করে কৃষকদের সঙ্গে সরাসরি আলাপচারিতার মাধ্যমে তাদের সুবিধা ও অসুবিধা জানতে চান।

উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান চলমান কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি ২০২৫-২৬ অর্থ বছরে অনাবাদি পতিত জমি এবং বসতবাড়ি আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (১ম ও ২য় সংশোধিত) প্রকল্পের আওতায় উপজেলা মিলনায়তন ও কনফারেন্সেও উপস্থিত ছিলেন। তিনি কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন এবং পুষ্টি বিষয়ে তাদের ধারণা বৃদ্ধি করার জন্য পরামর্শ দেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওমর ফারুক, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিভূতি-ভূষণ চাকমা, অনুময় চাকমা, রুবেল বড়ুয়া, সুব্রত গুপ্ত, সুকান্ত কুমার মদক, বদিউল আলমসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামানের এই পরিদর্শন উপজেলার কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, স্থায়ী কৃষি চর্চা ও পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এমআর/সবা