১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় শহীদ হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে অবরোধ

শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে কুমিল্লায় সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। রোববার বেলা ২টার পর কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার পূবালী চত্বরে অবরোধ শুরু করেন সংগঠনটির নেতা-কর্মীরা। এ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন।

সরেজমিনে দেখা যায়, পূবালী চত্বরে সড়কে বসে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাঁদের হাতে ছিল বিচার দাবির প্ল্যাকার্ড। এ সময় ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘হাদি হাদি, আজাদি আজাদি’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের যুগ্ম আহ্বায়ক ফারুক আল নাহিয়ানের সঞ্চালনায় বক্তব্য দেন ইনকিলাব মঞ্চ কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানী, এবি পার্টির কুমিল্লা জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কারী রাশেদুল হাসানসহ অনেকে। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা হাদিকে নিয়ে লেখা একটি কবিতা আবৃত্তি করেন।

বক্তব্যে গোলাম মোহাম্মদ সামদানী বলেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। খুনের নেপথ্যে কারা জড়িত, তা প্রকাশ করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই খুনিরা এখনো ধরা পড়েনি বলে অভিযোগ করেন তিনি।

মিয়া মোহাম্মদ তৌফিক বলেন, হাদির খুনিরা এখনো দেশে অবস্থান করছে বলে তারা বিশ্বাস করেন। দ্রুত বিচার নিশ্চিত করে জাতীয় নির্বাচনের আগেই দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান তারা।

উল্লেখ্য, ওসমান হাদি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সরব হয়ে পরিচিত মুখ হয়ে ওঠেন। তিনি ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে তাঁকে গুলি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে আল হাবিব ইন্টা.ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীরা মাঝে বই বিতরণ

কুমিল্লায় শহীদ হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে অবরোধ

আপডেট সময় : ০৬:২২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে কুমিল্লায় সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। রোববার বেলা ২টার পর কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার পূবালী চত্বরে অবরোধ শুরু করেন সংগঠনটির নেতা-কর্মীরা। এ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন।

সরেজমিনে দেখা যায়, পূবালী চত্বরে সড়কে বসে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাঁদের হাতে ছিল বিচার দাবির প্ল্যাকার্ড। এ সময় ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘হাদি হাদি, আজাদি আজাদি’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের যুগ্ম আহ্বায়ক ফারুক আল নাহিয়ানের সঞ্চালনায় বক্তব্য দেন ইনকিলাব মঞ্চ কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানী, এবি পার্টির কুমিল্লা জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কারী রাশেদুল হাসানসহ অনেকে। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা হাদিকে নিয়ে লেখা একটি কবিতা আবৃত্তি করেন।

বক্তব্যে গোলাম মোহাম্মদ সামদানী বলেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। খুনের নেপথ্যে কারা জড়িত, তা প্রকাশ করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই খুনিরা এখনো ধরা পড়েনি বলে অভিযোগ করেন তিনি।

মিয়া মোহাম্মদ তৌফিক বলেন, হাদির খুনিরা এখনো দেশে অবস্থান করছে বলে তারা বিশ্বাস করেন। দ্রুত বিচার নিশ্চিত করে জাতীয় নির্বাচনের আগেই দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান তারা।

উল্লেখ্য, ওসমান হাদি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সরব হয়ে পরিচিত মুখ হয়ে ওঠেন। তিনি ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে তাঁকে গুলি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এমআর/সবা