০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে নকল স্ব‌র্ণের পুতুলসহ ‘জ্বী‌নের বাদশা‌’ আটক

  • সবুজ বাংলা
  • আপডেট সময় : ০১:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • 73
কুড়িগ্রামের রাজারহা‌টে নকল সোনার পুতুলসহ ক‌থিত ‘জ্বী‌নের বাদশা‌’ মো. শাহ আলম ওরফে নুর আলমকে (৩৩) আটক ক‌রে‌ছে পু‌লিশ। পরে তার বিরু‌দ্ধে মামলা দা‌য়ে‌রের পর বৃহস্প‌তিবার (১৯ অ‌ক্টোবর) সকা‌লে কু‌ড়িগ্রাম জেলহাজ‌তে পাঠা‌নো হয়ে‌ছে। এর আগে গতকাল বুধবার সন্ধ‌্যায় উপ‌জেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটি বাজারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পু‌লিশ জানায়, রাজারহাট রতিরাম পাঠান পাড়ার মৃত আব্দুল ম‌জি‌দের ছে‌লে ক‌থিত ‘জ্বীনের বাদশা’ শাহ আলম ওরফে নুর আলম বি‌ভিন্ন কণ্ঠে গ্রা‌মের সহজ সরল একা‌ধিক নারী‌কে গুপ্তধন দেওয়ার কথা ব‌লে স্বর্ণালংকার ও অর্থ হাতিয়ে নেন। কিছুদিন আগে ভুক্ত‌ভোগী নাজমা বেগম (৪০) না‌মের এক গৃহবধূকে গুপ্তধন দেওয়ার কথা বলে ১৩ হাজার টাকা আত্মসাৎ ক‌রেন। এক পর্যা‌য়ে গত ১৮ অক্টোবর (বুধবার) গুপ্তধন নি‌য়ে ওই নারীর বা‌ড়ি‌তে আসার কথা শাহ আল‌মের। তার প্রতারণার বিষয়‌টি বুঝ‌তে পে‌য়ে ভুক্ত‌ভোগী নারী ও প্রতিবেশীরা জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল ক‌রে পু‌লিশ‌কে অবগত ক‌রেন। প‌রে পু‌লিশ আড়ি‌পে‌তে নাককাটি বাজারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আব্দুল্লা‌ হিল জামান ব‌লেন, প্রতারক শাহ আলম দীর্ঘদিন ধ‌রে গুপ্তধন দেওয়ার কথা ব‌লে প্রতারণা ক‌রে আস‌ছে। অ‌ভি‌যোগে ভি‌ত্তি‌তে আমরা তা‌কে গ্রেপ্তার কর‌তে সক্ষম হ‌ই। এ সময় তার কাছ থেকে একটি স্বর্ণের সাদৃশ্য পুতুল উদ্ধার করা হয়।
জনপ্রিয় সংবাদ

নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’: প্রধান উপদেষ্টা

কুড়িগ্রামে নকল স্ব‌র্ণের পুতুলসহ ‘জ্বী‌নের বাদশা‌’ আটক

আপডেট সময় : ০১:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
কুড়িগ্রামের রাজারহা‌টে নকল সোনার পুতুলসহ ক‌থিত ‘জ্বী‌নের বাদশা‌’ মো. শাহ আলম ওরফে নুর আলমকে (৩৩) আটক ক‌রে‌ছে পু‌লিশ। পরে তার বিরু‌দ্ধে মামলা দা‌য়ে‌রের পর বৃহস্প‌তিবার (১৯ অ‌ক্টোবর) সকা‌লে কু‌ড়িগ্রাম জেলহাজ‌তে পাঠা‌নো হয়ে‌ছে। এর আগে গতকাল বুধবার সন্ধ‌্যায় উপ‌জেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটি বাজারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পু‌লিশ জানায়, রাজারহাট রতিরাম পাঠান পাড়ার মৃত আব্দুল ম‌জি‌দের ছে‌লে ক‌থিত ‘জ্বীনের বাদশা’ শাহ আলম ওরফে নুর আলম বি‌ভিন্ন কণ্ঠে গ্রা‌মের সহজ সরল একা‌ধিক নারী‌কে গুপ্তধন দেওয়ার কথা ব‌লে স্বর্ণালংকার ও অর্থ হাতিয়ে নেন। কিছুদিন আগে ভুক্ত‌ভোগী নাজমা বেগম (৪০) না‌মের এক গৃহবধূকে গুপ্তধন দেওয়ার কথা বলে ১৩ হাজার টাকা আত্মসাৎ ক‌রেন। এক পর্যা‌য়ে গত ১৮ অক্টোবর (বুধবার) গুপ্তধন নি‌য়ে ওই নারীর বা‌ড়ি‌তে আসার কথা শাহ আল‌মের। তার প্রতারণার বিষয়‌টি বুঝ‌তে পে‌য়ে ভুক্ত‌ভোগী নারী ও প্রতিবেশীরা জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল ক‌রে পু‌লিশ‌কে অবগত ক‌রেন। প‌রে পু‌লিশ আড়ি‌পে‌তে নাককাটি বাজারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আব্দুল্লা‌ হিল জামান ব‌লেন, প্রতারক শাহ আলম দীর্ঘদিন ধ‌রে গুপ্তধন দেওয়ার কথা ব‌লে প্রতারণা ক‌রে আস‌ছে। অ‌ভি‌যোগে ভি‌ত্তি‌তে আমরা তা‌কে গ্রেপ্তার কর‌তে সক্ষম হ‌ই। এ সময় তার কাছ থেকে একটি স্বর্ণের সাদৃশ্য পুতুল উদ্ধার করা হয়।