০৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাট-৩ আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর মনোনয়নপত্র জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা শেষে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে এবং বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নির্বাচনের পরিবেশ পেয়েছি। এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও আনন্দমুখর হবে বলে তিনি আশাবাদী।

লালমনিরহাট-৩ আসন প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি সীমান্তবর্তী এলাকা। গত ১৬ বছর ধরে এই এলাকা উন্নয়নমূলক কার্যক্রম থেকে বঞ্চিত ছিল। এখানকার মানুষের অনেক প্রত্যাশা ও আকাঙ্ক্ষা রয়েছে। নির্বাচিত হলে সেই প্রত্যাশাগুলো বাস্তবায়নের মাধ্যমে লালমনিরহাটকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করব।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট-৩ আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর মনোনয়নপত্র জমা

আপডেট সময় : ০৫:৪৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা শেষে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে এবং বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নির্বাচনের পরিবেশ পেয়েছি। এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও আনন্দমুখর হবে বলে তিনি আশাবাদী।

লালমনিরহাট-৩ আসন প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি সীমান্তবর্তী এলাকা। গত ১৬ বছর ধরে এই এলাকা উন্নয়নমূলক কার্যক্রম থেকে বঞ্চিত ছিল। এখানকার মানুষের অনেক প্রত্যাশা ও আকাঙ্ক্ষা রয়েছে। নির্বাচিত হলে সেই প্রত্যাশাগুলো বাস্তবায়নের মাধ্যমে লালমনিরহাটকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করব।

শু/সবা