০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় বিশেষ সম্মাননা পেলেন দাগনভূঞার কবি কুতুব উদ্দিন

সাহিত্য অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজধানীর পল্টনের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত “টইটই” সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেয়েছেন ফেনীর দাগনভূঞার কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন।

টইটই-এর কর্ণধার কবি সাহেদ বিপ্লবের সঞ্চালনায় এবং আজহারুল ইসলাম আল আজাদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি জাকির আবু জাফর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক শাওন আজগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব হরিদাস ঠাকুর, বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা আইয়ুব মুহাম্মদ খানসহ দেশের খ্যাতনামা কবি ও লেখকরা।

সম্মাননা গ্রহণকালে কবি কুতুবউদ্দিন বলেন, সাহিত্য ও সংস্কৃতি মানুষ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কবি-লেখকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি শহীদ শরীফ ওসমান হাদীর আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে তাঁর স্মরণে স্বরচিত কবিতা “তুমি নক্ষত্ররাজ” আবৃত্তি করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ঢাকায় বিশেষ সম্মাননা পেলেন দাগনভূঞার কবি কুতুব উদ্দিন

আপডেট সময় : ০৮:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

সাহিত্য অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজধানীর পল্টনের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত “টইটই” সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেয়েছেন ফেনীর দাগনভূঞার কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন।

টইটই-এর কর্ণধার কবি সাহেদ বিপ্লবের সঞ্চালনায় এবং আজহারুল ইসলাম আল আজাদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি জাকির আবু জাফর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক শাওন আজগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব হরিদাস ঠাকুর, বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা আইয়ুব মুহাম্মদ খানসহ দেশের খ্যাতনামা কবি ও লেখকরা।

সম্মাননা গ্রহণকালে কবি কুতুবউদ্দিন বলেন, সাহিত্য ও সংস্কৃতি মানুষ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কবি-লেখকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি শহীদ শরীফ ওসমান হাদীর আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে তাঁর স্মরণে স্বরচিত কবিতা “তুমি নক্ষত্ররাজ” আবৃত্তি করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

এমআর/সবা