কক্সবাজারের রামু সেনানিবাসে অবস্থিত গলফ এন্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজার প্রাঙ্গণে তিন দিনব্যাপী পালংকি ইন হাউজ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটি ২৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত চলেছে এবং এতে ক্লাবের উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ, মহিলা ও জুনিয়র গলফার অংশগ্রহণ করেছেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং গল্ফ ও কান্ট্রি ক্লাব কক্সবাজারে আরও গলফারদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং আনন্দদায়ক সময় কাটানোর জন্য উৎসাহ প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পালংকি রেস্তোরাঁর উর্ধ্বতন কর্মকর্তা, রামু সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তা এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী গলফাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশগ্রহণকারীরা ক্রীড়া প্রতিযোগিতা ও সৃজনশীল খেলার মাধ্যমে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন।
ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে আরও বড় আকারের এবং আন্তর্জাতিক মানের গলফ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা স্থানীয় গলফারদের উন্নয়ন ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমআর/সবা




















