দীর্ঘদিনের বিভেদ ভুলে এক মঞ্চে উপস্থিত থাকতে দেখা গেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র, জেলার ৪ জন এমপি ও আওয়ামীলীগের শীর্ষ নেতাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তাদের পাশাপাশি বসতে দেখা গেছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষ্যে নগর ভবনের অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সিটি করপোরেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে নগর ভবনের অডিটরিয়ামে পাশাপাশি বসেছিলেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের শীর্ষ নেতারা, নাসিকের কাউন্সিলরবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি ও নগরবাসী।
উদ্বোধন হওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০টি প্রকল্প হচ্ছে নগর ভবন, শেখ রাসেল পার্ক, পাইকপাড়া মিউচুয়াল ক্লাব, বাবুরাইল খাল, সিদ্ধিরগঞ্জ লেক, পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ, আলী আহাম্মদ চুনকা সিটি পাঠাগার ও মিলনায়তন, কলরব কিন্ডারগার্টেন স্কুল, সিটি ওয়েলফেয়ার মাঠ ও শিশু পার্ক এবং সোনাকান্দা খেলার মাঠ।
উদ্বোধন হওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০টি প্রকল্প হচ্ছে নগর ভবন, শেখ রাসেল পার্ক, পাইকপাড়া মিউচুয়াল ক্লাব, বাবুরাইল খাল, সিদ্ধিরগঞ্জ লেক, পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ, আলী আহাম্মদ চুনকা সিটি পাঠাগার ও মিলনায়তন, কলরব কিন্ডারগার্টেন স্কুল, সিটি ওয়েলফেয়ার মাঠ ও শিশু পার্ক এবং সোনাকান্দা খেলার মাঠ।
প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার পর নগবর ভবনের অভ্যন্তরে নাসিক মেয়র এবং অনুষ্ঠানে উপস্থিত নারায়ণগঞ্জের ৪ এমপিসহ আওয়ামীলীগের নেতারা প্রধানমন্ত্রীর পক্ষে শান্তির পায়রা কবুতর উড়িয়ে প্রকল্পগুলোর নাম ফলক উম্মোচন করেন।
নাসিকের ১০টি প্রকল্প ছাড়াও বিআইডব্লিউটিএ’র অধীনস্থ নারায়ণগঞ্জের খানপুরে মাল্টিপারপাস টার্মিনাল এবং বন্দরের সোনাকান্দায় ডেক ও ইঞ্জিন প্রশিক্ষণ কেন্দ্র, সড়ক ও জনপথের সেতু বিভাগের অধীনে মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ এবং নারায়ণগঞ্জে ১টি টিটিসি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এছাড়া বন্দর উপজেলাকে শতভাগ গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণার পাশাপাশি নারায়ণগঞ্জ জেলাকেও গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
নাসিকের ১০টি প্রকল্প ছাড়াও বিআইডব্লিউটিএ’র অধীনস্থ নারায়ণগঞ্জের খানপুরে মাল্টিপারপাস টার্মিনাল এবং বন্দরের সোনাকান্দায় ডেক ও ইঞ্জিন প্রশিক্ষণ কেন্দ্র, সড়ক ও জনপথের সেতু বিভাগের অধীনে মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ এবং নারায়ণগঞ্জে ১টি টিটিসি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এছাড়া বন্দর উপজেলাকে শতভাগ গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণার পাশাপাশি নারায়ণগঞ্জ জেলাকেও গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
























