রাজধানীতে গুলিস্তানে জিপিও’র সামনে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার শিহাব এনটিভি অনলাইনকে বলেন, আগুনের খবর পাওয়ার চার মিনিট পরেই ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
























