মুন্সিগঞ্জের গজারিয়ায় নির্বাচনী প্রচারনার লিফলেট বিতরণ ও দোয়া চেয়ে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট মৃণাল কান্তি দাস। ২১ তারিখ সকাল থেকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন, ভবেরচর ইউনিয়ন, গজারিয়া ইউনিয়ন, হোসেন্দী ইউনিয়নের সর্বত্র এই নির্বাচনী প্রচার ও গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে হাটবাজার, লোকাল স্ট্যান্ডের বিভিন্ন স্থানসহ চায়ের দোকানে সাধারণ মানুষেদের নৌকায় ভোট দিতে আহ্বান জানান এডভোকেট মৃণাল কান্তি দাস। এসময় সাধারণ মানুষের কাছে নৌকার উন্নয়নের কথা তুলে ধরেন এবং নৌকার বিজয়ের লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এসময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকের নৌকা প্রার্থীর গণসংযোগে যোগদান করেন। সারাদিনব্যাপি নৌকা প্রার্থীর গণসংযোগে উপস্থিত ছিলেন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল, বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, টেঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজি, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মোঃ লিটন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সারোয়ার আহাম্মেদ, সিনিয়র সহসভাপতি মোঃ শাহআলম, সহসভাপতি হারুনর রশীদ মোল্লা, সাবেক জেলা পরিষদের সদস্য নাজমুল হোসেন, সাবেক বালুয়াকান্দী ইউপি চেয়ারম্যান মর্জিনা আক্তার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সুমি আক্তার, আছিয়া আক্তার, যুবলীগ নেতা জুয়েল প্রধানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সদস্যবৃন্দ। নৌকার গণসংযোগে বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষ নৌকাকে স্বতঃস্ফূর্ত সমর্থন জানানোর প্রতিশ্রুতি দেন।
শিরোনাম
মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার গণসংযোগ গজারিয়ায়.
-
মোঃখায়রুল ইসলাম(হৃদয়) মুন্সিগঞ্জ - আপডেট সময় : ০৭:২৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
- ।
- 173
জনপ্রিয় সংবাদ


























