০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে প্রচারণা শেষে মাদারীপুর যাবেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে নির্বাচনী প্রচারণা শেষে আজই মাদারীপুর যাবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩০ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকায় দুটি জনসভায় ভাষণ দেবেন তিনি। এরপর মাদারীপুর জেলার কালকিনিতে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী । এদিকে শেখ হাসিনাকে বরণ করে নিতে প্রস্তুত মাদারীপুরবাসী। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে কালকিনিতে। এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। উৎসবের আমেজ বিরাজ করছে আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতা-কর্মীদের মধ্যে। উন্নয়নের দাবি নিয়ে অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষও। জানা গেছে, বিকেল ৩টায় মাদারীপুরের সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠের সভায় যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সরকার প্রধানের আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নেতারা বলছেন, জনসভায় লক্ষাধিক লোকের সমাবেশ হবে বলে আশা করা হচ্ছে। আশপাশের জেলাগুলো থেকেও আসবে কর্মী-সমর্থকরা।

জনপ্রিয় সংবাদ

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে ৮ জন নিহত

গোপালগঞ্জে প্রচারণা শেষে মাদারীপুর যাবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:৪৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

গোপালগঞ্জে নির্বাচনী প্রচারণা শেষে আজই মাদারীপুর যাবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩০ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকায় দুটি জনসভায় ভাষণ দেবেন তিনি। এরপর মাদারীপুর জেলার কালকিনিতে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী । এদিকে শেখ হাসিনাকে বরণ করে নিতে প্রস্তুত মাদারীপুরবাসী। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে কালকিনিতে। এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। উৎসবের আমেজ বিরাজ করছে আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতা-কর্মীদের মধ্যে। উন্নয়নের দাবি নিয়ে অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষও। জানা গেছে, বিকেল ৩টায় মাদারীপুরের সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠের সভায় যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সরকার প্রধানের আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নেতারা বলছেন, জনসভায় লক্ষাধিক লোকের সমাবেশ হবে বলে আশা করা হচ্ছে। আশপাশের জেলাগুলো থেকেও আসবে কর্মী-সমর্থকরা।