বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার উদ্যোগে ভোট বর্জন ও সরকারের পতন নিশ্চিতে অসহযোগ আন্দোলনের ডাকে লিফলেট বিতরণ ও জনসংযোগ করা হয়েছে। শুক্রবার স্থানীয় হাজারীহাট বাজার, চওরা বাজার, সিপাইগন্জ বাজার ও কামারপুকুর ইউনিয়নের তোফায়েলের মোড়ে এই কর্মসূচী পালন করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি এরশাদ আলী বাবু ও সাধারন সম্পাদক সাদেদুজ্জামান সরকার দিনার। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের অন্যতম সহ সভাপতি ফিরোজ আহমেদ প্রামাণিক, যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মমিনুর রহমান সরকার নয়ন, সম্পূর্ন গণসংযোগের আয়োজন করেন কৃষকদল সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মনির সরকার। উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌর কৃষক দলের সভাপতি খালিদ মন্জুর পাপ্পু, উপজেলা কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক মো. জুয়েল সরকার, অন্যতম নেতা মোহাম্মদ আকাশ, কামারপুকুর ইউনিয়ন সভাপতি হবিবর রহমান, সাধারন সম্পাদক শওকত হোসেন, শফিকুল হোসেন ও শফিকুল ইসলাম, পারভেজ ইসলাম, আজিজুল ইসলাম, বোতলাগাড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজন ইসলাম, অন্যতম নেতা সাগর ইসলাম, কাশীরাম ইউনিয়ন আহবায়ক গোলাম রব্বানী, সদস্য সচিব তারা মিয়াসহ সর্বস্তরের নেতৃবৃন্দ। অবৈধ ডামী ও ভাগ-বাটোয়ারার নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনে জনগণকে উদ্বুদ্ধ করতে কেন্দ্র ঘোষিত এই কর্মসূচী কয়েকদিন ধরে অব্যাহত রয়েছে। বিএনপি সহ সহযোগী ও অঙ্গ সংগঠন সৈয়দপুর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে চালিয়ে যাচ্ছে বলে জানান সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাদেদুজ্জান সরকার দিনার।
শিরোনাম
সৈয়দপুরে কৃষক দলের উদ্যোগে ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ
-
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি - আপডেট সময় : ০১:২৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- ।
- 75
জনপ্রিয় সংবাদ




















