চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, মেজর জেনারেল (অবঃ) সালাউদ্দিন মিয়াজী ও নাসের শাহরিয়ার জাহেদী মহুল যশোর শহরের ঘোপের জামাতা। ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা তিনজনই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে তাদের শ্বশুরপক্ষের স্বজনদের আনন্দে মুখরিত ঘোপ এলাকা। চলছে মিষ্টিমুখের উৎসব। জানা গেছে, যশোর জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আলী রেজা রাজুর জামাতা চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তিনি ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হয়ে নির্বাচন করেন। ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়ে তিনি এমপি নির্বাচিত হয়েছেন।
আরেকজন মেজর জেনারেল (অবঃ) সালাউদ্দিন মিয়াজী। ঘোপ জেল রোডের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা প্রয়াত শাহজান আলীর জামাতা তিনি। ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে তিনি এমপি নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৮৪ হাজার ১৫ ।
একই এলাকার প্রয়াত শামসুল হুদার জামাতা নাসের শাহরিয়ার জাহেদী মহুল ঝিনাইদহ-২ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। তার প্রতীক ছিলো ঈগল। নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে তিনি বিজয়ী হয়েছেন। শাহরিয়ার জাহেদী মন্ডল পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৫৮৭ ভোট।
ফেরদৌস আহমেদের নিকট আত্মীয় ইমতিয়াজ আহমেদ মুন জানান, শপথ গ্রহণের পর যশোরে এসে শ্বশুরের কবর জিয়ারত করবেন ফেরদৌস আহমেদ।
সালাউদ্দিন মিয়াজীর নিকট আত্মীয় শাহবাজ আলী ছকের জানান, সালাউদ্দিন মিয়াজী এখন নির্বাচনী এলাকায়। সেখানে ভোটারদের সাথে নির্বাচন পরবর্তী সাক্ষাৎ করছেন। তারপর যশোর আসবেন। নাসের শাহরিয়ার জাহেদী মহুলের নিকট আত্মীয় ও পৌর কাউন্সিলর মোকসিমুল বারি অপু জানান, সময় সুযোগ মতো যশোরে বেড়াতে আসবেন নাসের শাহরিয়ার জাহেদী মহুল। একই এলাকার তিন জামাতা সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ঘোপ এলাকায় রীতিমতো উৎসব শুরু হয়েছে। কারণ এটা ঘোপবাসীর জন্য অত্যন্ত গর্বের।




















