রাজধানীর রমনা থানায় প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৪ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে দুই মামলায় জামিন চেয়ে শুনানি করেন আমীর খসরুর আইনজীবীরা।
এর মধ্যে ২৮ অক্টোবরের সংঘর্ষে পল্টন মডেল থানার পুলিশ কনস্টেবল হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। তবে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় তার জামিন নামঞ্জুর করা হয়।
এ নিয়ে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে আমীর খসরুর বিরুদ্ধে হওয়া ১০ মামলার মধ্যে ৯টিতে জামিন পেলেন তিনি। ফলে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলাটিতে জামিন পেলেই আমীর খসরু মুক্তি পাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ। এ মামলায় জামিন নামঞ্জুর হওয়ায় তারা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করবেন বলেজ জানান তিনি।
গত ১৮ জানুয়ারি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত আমীর খসরুকে চার মামলায় ও ২১ জানুয়ারি আরও দুই মামলায় জামিন প্রদান করেন। এছাড়াও ১৭ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক আমীর খসরুকে দুই মামলায় জামিন দেন।


























