০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির চড়ুইভাতি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নওগাঁ জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র উদ্যোগে চড়ুইভাতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের লেকপাড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নওগাঁ জেলা থেকে আগত নবীন শিক্ষার্থীদের ফুল, চকলেট ও শিক্ষা সামগ্রী দিয়ে বরন করে নেওয়া হয়।

মারিয়া আক্তার ও মো: সৈকতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. বখতিয়ার হাসান, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মওদুদ আহমেদ এবং কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়।

অনুষ্ঠানে অতিথি প্রভাষক তন্ময় সাহা জয় বলেন, এই জেলা সমিতি অত্যন্ত ইফেক্টিভ একটি সংগঠন। আপনারা সবাই একে অপরের সাথে পরিচিত হবেন, জেলার শিক্ষকদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। আপনাদের যেকোন সমস্যা আমাদের জানাবেন, আমরা সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের সমাধান দেওয়ার।

অধ্যাপক কাজী মওদুদ আহমেদ বলেন, অনেকদিন পর আমি জেলা সমিতির অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। সবাইকে একসাথে পেয়ে আমার এত ভালোলাগছে যা বলে বোঝাতে পারবো না। নবীন যারা ইবিতে ভর্তি হয়েছো তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। একইসাথে, এই অনুষ্ঠান আয়োজনের জন্যও আয়োজক কমিটিকে ধন্যবাদ।

অধ্যাপক ড. বখতিয়ার হাসান বলেন, এখানে জয়েন করার পর থেকেই এই জেলা সমিতি আমাকে কাছে নিয়েছে। মাঝে কিছু প্রতিবন্ধকতা থাকার পরেও বর্তমানে ভালো ভাবেই প্রোগ্রাম হচ্ছে। আমি শুধু বলতে চাই, এটা একটা ভালো প্লাটফর্ম যেটা আপনাকে অনেক কিছু দিবে। শিক্ষকরা সমাধান না করতে পারলেও সমাধানের পথ দেখিয়ে দিবে। জীবনে উন্নতি করতে আপনাকে আগে পরিকল্পনা করতে হবে, এরপর কাজে নেমে যেতে হবে।

প্রধান অতিথি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো: এমতাজ হোসেন বলেন, নওগা এমন একটি জেলা যার ইতিহাস, ঐতিহ্য অত্যন্ত সুখকর, সুন্দর। আজকে যদি এই সমিতি না থাকতো তবে আমাদের কারো সাথেই দেখা হতো না। আগামীতে তোমাদের দিকনির্দেশনা দিতে পারার একটা সুযোগ উন্মোচন হয়েছে। তোমরা বাবা মায়ের মুখ, দেশের মুখ উজ্জ্বল করবে এবং নওগা জেলার মুখ উজ্জ্বল করবে এটাই প্রত্যাশা।

স/মিফা

জনপ্রিয় সংবাদ

ইবিতে নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির চড়ুইভাতি

আপডেট সময় : ০৫:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নওগাঁ জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র উদ্যোগে চড়ুইভাতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের লেকপাড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নওগাঁ জেলা থেকে আগত নবীন শিক্ষার্থীদের ফুল, চকলেট ও শিক্ষা সামগ্রী দিয়ে বরন করে নেওয়া হয়।

মারিয়া আক্তার ও মো: সৈকতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. বখতিয়ার হাসান, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মওদুদ আহমেদ এবং কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়।

অনুষ্ঠানে অতিথি প্রভাষক তন্ময় সাহা জয় বলেন, এই জেলা সমিতি অত্যন্ত ইফেক্টিভ একটি সংগঠন। আপনারা সবাই একে অপরের সাথে পরিচিত হবেন, জেলার শিক্ষকদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। আপনাদের যেকোন সমস্যা আমাদের জানাবেন, আমরা সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের সমাধান দেওয়ার।

অধ্যাপক কাজী মওদুদ আহমেদ বলেন, অনেকদিন পর আমি জেলা সমিতির অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। সবাইকে একসাথে পেয়ে আমার এত ভালোলাগছে যা বলে বোঝাতে পারবো না। নবীন যারা ইবিতে ভর্তি হয়েছো তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। একইসাথে, এই অনুষ্ঠান আয়োজনের জন্যও আয়োজক কমিটিকে ধন্যবাদ।

অধ্যাপক ড. বখতিয়ার হাসান বলেন, এখানে জয়েন করার পর থেকেই এই জেলা সমিতি আমাকে কাছে নিয়েছে। মাঝে কিছু প্রতিবন্ধকতা থাকার পরেও বর্তমানে ভালো ভাবেই প্রোগ্রাম হচ্ছে। আমি শুধু বলতে চাই, এটা একটা ভালো প্লাটফর্ম যেটা আপনাকে অনেক কিছু দিবে। শিক্ষকরা সমাধান না করতে পারলেও সমাধানের পথ দেখিয়ে দিবে। জীবনে উন্নতি করতে আপনাকে আগে পরিকল্পনা করতে হবে, এরপর কাজে নেমে যেতে হবে।

প্রধান অতিথি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো: এমতাজ হোসেন বলেন, নওগা এমন একটি জেলা যার ইতিহাস, ঐতিহ্য অত্যন্ত সুখকর, সুন্দর। আজকে যদি এই সমিতি না থাকতো তবে আমাদের কারো সাথেই দেখা হতো না। আগামীতে তোমাদের দিকনির্দেশনা দিতে পারার একটা সুযোগ উন্মোচন হয়েছে। তোমরা বাবা মায়ের মুখ, দেশের মুখ উজ্জ্বল করবে এবং নওগা জেলার মুখ উজ্জ্বল করবে এটাই প্রত্যাশা।

স/মিফা