০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্যাংকার্স সভায় বিশেষ নির্দেশনা

ব্যাংক খাতের সংস্কারে ব্যাপক উদ্যোগ

দেশের ব্যাংক খাতে সুশাসন নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ‘প্রমোম্পট কারেক্টিভ অ্যাকশন (পিসিএ)’ নামের একটি কাঠামোর আওতায় দুর্বল ব্যাংক চিহ্নিত করে সেসব ব্যাংককে ভালো ব্যাংকের সঙ্গে মার্জ (একীভূত) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের প্রধান নির্বাহীদের এসব উদ্যোগের বিষয়ে সুস্পষ্ট ধারণা দিয়েছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। কেন্দ্রীয় ব্যাংকের এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যাংকের প্রধান নির্বাহীরা। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত ব্যাংকার্স সভা শেষে এমন বক্তব্য তুলে ধরেছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। তিনি বলেন, বর্তমানে সংস্কার প্রয়োজনীয় হয়ে পড়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক পূর্ণ সহায়তা দিয়ে যাচ্ছে। এরই মধ্যে ‘প্রমোম্পট কারেক্টিভ অ্যাকশন (পিসিএ) নীতিমালা ঘোষণা করা হয়েছে। তবে ভালো ফলাফল পেতে হলে সংস্কার কার্যক্রম ধীরে ধীরে পরিচালনা করতে হবে বলে মনে করেন তিনি। তাছাড়া ডলার সংকট সমাধানে ক্রলিংপ্যাগ নামক যে নতুন পদ্ধতি চালু করা হচ্ছে তা বৈদেশিক মুদ্রাবাজারে স্বস্তি ফেরাতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন ব্যাংকাররা।
বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, চলতি বছরের ডিসেম্বর ভিত্তিক প্রতিবেদনের প্রেক্ষিতে আগামী বছরের মার্চ মাসে পিসিএ নীতিমালা বাস্তবায়ন হবে । সে লক্ষ্যে ব্যাংকগুলো এখন থেকেই প্রস্তুতি নিতে পারে যাতে তারা ফেইল না করে। তিনি বলেন, অর্থঋণ আদালতে মামলা সংখ্যা কমাতে এডিআর পদ্ধতি জোরদার করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। সেক্ষেত্রে কেউ যাতে এই পদ্ধতির অপব্যবহার করতে না পারে সেদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে। এ ছাড়া ব্যাংকারদের জন্য পৃথক হাসপাতাল তৈরির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এমডিদের সামনে প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। মুখপাত্র আরো বলেন, বাণিজ্যের আড়ালে অর্থপাচার কমে এসেছে। এ ক্ষেত্রে শক্তভাবে নেতৃত্ব দেওয়ার কারণে ব্যাংকের এমডিদের বিশেষ ধন্যবাদ দেওয়া হয়েছে গভর্নরের পক্ষ থেকে। বিপদে থাকা ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মুখপাত্র। এ ক্ষেত্রে সোয়াপ পদ্ধতি বাস্তবায়ন করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এ পদ্ধতির মাধ্যমে ব্যাংকের কাছ থেকে ডলার জমা রেখে এর বিপরীতে তারল্য সহায়তা দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

৫ মাসেও উদ্ধার হয়নি পুলিশের সেই ‘হ্যান্ডকাফ’

ব্যাংকার্স সভায় বিশেষ নির্দেশনা

ব্যাংক খাতের সংস্কারে ব্যাপক উদ্যোগ

আপডেট সময় : ০৩:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪

দেশের ব্যাংক খাতে সুশাসন নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ‘প্রমোম্পট কারেক্টিভ অ্যাকশন (পিসিএ)’ নামের একটি কাঠামোর আওতায় দুর্বল ব্যাংক চিহ্নিত করে সেসব ব্যাংককে ভালো ব্যাংকের সঙ্গে মার্জ (একীভূত) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের প্রধান নির্বাহীদের এসব উদ্যোগের বিষয়ে সুস্পষ্ট ধারণা দিয়েছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। কেন্দ্রীয় ব্যাংকের এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যাংকের প্রধান নির্বাহীরা। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত ব্যাংকার্স সভা শেষে এমন বক্তব্য তুলে ধরেছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। তিনি বলেন, বর্তমানে সংস্কার প্রয়োজনীয় হয়ে পড়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক পূর্ণ সহায়তা দিয়ে যাচ্ছে। এরই মধ্যে ‘প্রমোম্পট কারেক্টিভ অ্যাকশন (পিসিএ) নীতিমালা ঘোষণা করা হয়েছে। তবে ভালো ফলাফল পেতে হলে সংস্কার কার্যক্রম ধীরে ধীরে পরিচালনা করতে হবে বলে মনে করেন তিনি। তাছাড়া ডলার সংকট সমাধানে ক্রলিংপ্যাগ নামক যে নতুন পদ্ধতি চালু করা হচ্ছে তা বৈদেশিক মুদ্রাবাজারে স্বস্তি ফেরাতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন ব্যাংকাররা।
বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, চলতি বছরের ডিসেম্বর ভিত্তিক প্রতিবেদনের প্রেক্ষিতে আগামী বছরের মার্চ মাসে পিসিএ নীতিমালা বাস্তবায়ন হবে । সে লক্ষ্যে ব্যাংকগুলো এখন থেকেই প্রস্তুতি নিতে পারে যাতে তারা ফেইল না করে। তিনি বলেন, অর্থঋণ আদালতে মামলা সংখ্যা কমাতে এডিআর পদ্ধতি জোরদার করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। সেক্ষেত্রে কেউ যাতে এই পদ্ধতির অপব্যবহার করতে না পারে সেদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে। এ ছাড়া ব্যাংকারদের জন্য পৃথক হাসপাতাল তৈরির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এমডিদের সামনে প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। মুখপাত্র আরো বলেন, বাণিজ্যের আড়ালে অর্থপাচার কমে এসেছে। এ ক্ষেত্রে শক্তভাবে নেতৃত্ব দেওয়ার কারণে ব্যাংকের এমডিদের বিশেষ ধন্যবাদ দেওয়া হয়েছে গভর্নরের পক্ষ থেকে। বিপদে থাকা ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মুখপাত্র। এ ক্ষেত্রে সোয়াপ পদ্ধতি বাস্তবায়ন করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এ পদ্ধতির মাধ্যমে ব্যাংকের কাছ থেকে ডলার জমা রেখে এর বিপরীতে তারল্য সহায়তা দেওয়া হবে।