দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন বা মূলতবি অধিবেশন বসছে আজ রোববার। বিকেল চারটায় এই অধিবেশন বসবে। নতুন সংসদের প্রথম অধিবেশন গত মঙ্গলবার বিকেল ৩টায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে শুরু হয়। এদিন ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর প্রথমে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে টানা চতুর্থবারের মতো সকল সদস্যের সর্বসম্মতিক্রমে এই সংসদের স্পিকার নির্বাচন করা হয়। এরপর সকল সংসদ সদস্যের সম্মতিক্রমে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।
প্রথম অধিবেশন সংসদ থেকে সরাসরি দেখার জন্য বিদেশি কূটনীতিকসহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়। সংসদের এই অধিবেশনে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ করতে দেখা যায়।
স/ম
























