চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আগুনে পুড়ে গেছে ১৮ বসতঘর। এই ঘটনায় আহত হয়েছে তিন শিশুসহ ৫ জন।
রোববার (৪ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুই জনের নাম জানা গেছে। তারা হলেন, মোহাম্মদ জামাল ও মোহাম্মদ হেলাল। বাকি তিনজন শিশু। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ইউপি সদস্য ইসহাক বলেন, রোববার রাতে এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নির্বাপন করলেও এসময় ১৮ টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। আহতরা চমেকে ভর্তি রয়েছে।
























