অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে লেখক ও অধ্যাপক এ, এস, এম সাইফুল্লাহ’র প্রকাশিত ‘জীবনের জন্য পরিবেশ’ বইটি। বইটি প্রকাশ করেছে কোয়ালিটি পাবলিকেশন। লেখকের আলাপে উঠে এসেছে পরিবেশ দূষণমুক্ত সচেতন ও সুস্থ পরিবেশ গড়ার তাগিদ সুনিপুণভাবে। লেখক নিজেই নিজেকে প্রশ্নের মঞ্চে বসিয়ে বৈজ্ঞানিকভাবে উত্তরণের সমাধান দিয়েছেন । নতুন প্রজন্মকে আদর্শ পরিবেশের বার্তা দিতে লেখকের এই প্রচেষ্টা। ‘জীবনের জন্য পরিবেশ’ বইটি নতুন প্রজন্মের অজস্র প্রশ্নের উত্তর জানাতে হবে দারুণ সহযোগি।
লেখক বলেন, ‘এই বইটি পড়ে পাঠকের দূষণমুক্ত পরিবেশ সম্পর্কে ক্ষুদ্র সচেতনতাই আমার লেখনীর সার্থকতা’।
লেখক এ, এস, এম সাইফুল্লাহ ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক এবং লাইফ সায়েন্স অনুষদের সাবেক ডিন। তিনি বীরপাশা মাধ্যমিক বিদ্যালয় (পটুয়াখালী) থেকে এসএসসি, নটরডেম কলেজ (ঢাকা) থেকে এইচএসসি পাশ করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউট থেকে সামুদ্রিকবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (পরিবেশ দূষণ ও ব্যবস্থাপনা) ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে, জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডর্টমুন্ড এবং ফিলিপাইনের ইউনিভার্সিটি অব ফিলিপিন্স থেকে জার্মান সরকারের অর্থায়নে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিষয়ে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ইউনিভার্সিটি অব পুত্রা মালয়েশিয়া থেকে মেরিন অ্যান্ড ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম বিষয় নিয়ে ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেছেন। এর বাইরে তিনি সেন্টার ফর এনভায়রনমেন্টাল ল’ (দিল্লি) থেকে পরিবেশ আইন বিষয়ে ডিপ্লোমা অর্জন করেন। তিনি ছাত্রজীবন থেকে পরিবেশসহ বিভিন্ন বিষয়ে লেখালেখি করছেন যা জাতীয় দৈনিকে এবং গবেষণাপত্র বিভিন্ন গবেষণা জার্নালে প্রকাশিত হচ্ছে। তিনি একজন পরিবেশকর্মী হিসেবে বিভিন্ন পরিবেশ রক্ষা কর্মসূচির সাথে সক্রিয়ভাবে জড়িত।
বইমেলার শব্দশিল্প প্রকাশনের স্টলে ‘জীবনের জন্য পরিবেশ’ বইটি পাওয়া যাবে। পাঠকরা অনলাইনেও অর্ডার করতে করতে পারবেন।
স/মিফা


























