১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হলেন সাংবাদিক চৌধুরী জীবন

জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত “স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক মোঃ মাহবুব আলম চৌধুরী জীবনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। তিনি জাতীয় দৈনিক সোনালী কন্ঠ পত্রিকা’র বিশেষ প্রতিনিধি (ক্রাইম) এবং ক্রাইমনিউজবিডি২৪ডটকম এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় অবদান রেখেছেন।

গত ৪ অক্টোবর ২০২৫ শনিবার বিকেল ৫টায় রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্ধশতাধিক সাংবাদিকসহ চলচ্চিত্র তারকা, সঙ্গীত শিল্পী, ফ্যাশন মডেল ও নৃত্যশিল্পী। অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন ও স্টার বাংলাদেশ মিডিয়া।

প্রধান অতিথি ছিলেন জাতীয় দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোঃ মোজাম্মেল হক এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার তাশিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিম, পরিচালক জ্যাম্বস কাজল, অভিনেতা কাজী হায়াত, নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ এবং এ.কে.এম. মুশফিকুল আলম, ডি.এ তায়েব সহ বিভিন্ন গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন স্বর্ণপদকপ্রাপ্ত উপস্থাপক সবুজ রায়, চিত্রনায়িকা নেহা আকতার এবং নিউজ প্রেজেন্টার জাকওয়ানা চৌধুরী (অনিকা)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্টার বাংলাদেশ মিডিয়া এবং দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর সম্পাদক খন্দকার আছিফুর রহমান (তোতা)।

এছাড়াও স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ এ দেশের ৩০ জন বরেণ্য ব্যক্তি—শোবিজ, মিডিয়া, ব্যবসা-বাণিজ্য, আইসিটি, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং, নারী উদ্যোক্তা এবং মানবিক কাজে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। বিশেষভাবে আজীবন সম্মাননায় ভূষিত হন সাংবাদিক মোঃ মোজাম্মেল হক এবং চলচ্চিত্র জগতের কিংবদন্তি সুজাতা আজিম।

আয়োজক খন্দকার আছিফুর রহমান ও দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর ব্যবস্হাপনা সম্পাদক মিসেস খন্দকার বলেন, “যেদেশে গুণীদের সম্মান দেওয়া হয় না, সেই দেশে গুণী জন্মায় না। এই আয়োজনের মাধ্যমে আমরা চলচ্চিত্র, উদ্যোক্তা, সাংবাদিকসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের স্বীকৃতি প্রদান করেছি এবং মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞ।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

নায়ক রিয়াজের মৃত্যুসংবাদ ফেসবুকে, যা জানাল পরিবার

স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হলেন সাংবাদিক চৌধুরী জীবন

আপডেট সময় : ০৮:১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত “স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক মোঃ মাহবুব আলম চৌধুরী জীবনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। তিনি জাতীয় দৈনিক সোনালী কন্ঠ পত্রিকা’র বিশেষ প্রতিনিধি (ক্রাইম) এবং ক্রাইমনিউজবিডি২৪ডটকম এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় অবদান রেখেছেন।

গত ৪ অক্টোবর ২০২৫ শনিবার বিকেল ৫টায় রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্ধশতাধিক সাংবাদিকসহ চলচ্চিত্র তারকা, সঙ্গীত শিল্পী, ফ্যাশন মডেল ও নৃত্যশিল্পী। অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন ও স্টার বাংলাদেশ মিডিয়া।

প্রধান অতিথি ছিলেন জাতীয় দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোঃ মোজাম্মেল হক এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার তাশিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিম, পরিচালক জ্যাম্বস কাজল, অভিনেতা কাজী হায়াত, নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ এবং এ.কে.এম. মুশফিকুল আলম, ডি.এ তায়েব সহ বিভিন্ন গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন স্বর্ণপদকপ্রাপ্ত উপস্থাপক সবুজ রায়, চিত্রনায়িকা নেহা আকতার এবং নিউজ প্রেজেন্টার জাকওয়ানা চৌধুরী (অনিকা)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্টার বাংলাদেশ মিডিয়া এবং দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর সম্পাদক খন্দকার আছিফুর রহমান (তোতা)।

এছাড়াও স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ এ দেশের ৩০ জন বরেণ্য ব্যক্তি—শোবিজ, মিডিয়া, ব্যবসা-বাণিজ্য, আইসিটি, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং, নারী উদ্যোক্তা এবং মানবিক কাজে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। বিশেষভাবে আজীবন সম্মাননায় ভূষিত হন সাংবাদিক মোঃ মোজাম্মেল হক এবং চলচ্চিত্র জগতের কিংবদন্তি সুজাতা আজিম।

আয়োজক খন্দকার আছিফুর রহমান ও দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর ব্যবস্হাপনা সম্পাদক মিসেস খন্দকার বলেন, “যেদেশে গুণীদের সম্মান দেওয়া হয় না, সেই দেশে গুণী জন্মায় না। এই আয়োজনের মাধ্যমে আমরা চলচ্চিত্র, উদ্যোক্তা, সাংবাদিকসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের স্বীকৃতি প্রদান করেছি এবং মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞ।”

এমআর/সবা