০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পহেলা জ্যৈষ্ঠের গদ্য

উপলক্ষ আজ পহেলা জ্যৈষ্ঠ। আষাঢ়ে পৌঁছে যাক এই বিবাগী পোস্টকার্ড । তপ্ত লাভা গরম পাল্টে নামুক বর্ষা। মিতালী জমুক কৃষ্ণচূড়ার সাথে কদমের।
ফুটপাতও নদীসম। হাঁটা আর উজান বাওয়া একই কথা। তফাৎ শুধু সমুদ্র মোহনা জ্যামহীন।
পায়ের নিচে শর্ষে। উপরে মৃদুমন্দ বাতাস নিয়ে মেঘ। যাবো না আজ ঘরে রে ভাই…
বেজান শহরটাকে লাগে অপ্সরী। অন্তত এই বেইন্না বেলায়। সন্ধ্যায় কি দেখা দেবে জোনাকি? ওদের আলোর ছটা আমি উদাম গায়ে মাখব।
মধু মাসে উদরে রসালো ফল জুটে গেল। পরিতৃপ্তি ডাকে ঘুম। আর এরপর যে রাত নেমে আসে তা তোমাকে পাওয়ার স্বপ্নে পূর্ণ।
জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

পহেলা জ্যৈষ্ঠের গদ্য

আপডেট সময় : ০২:৪৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
উপলক্ষ আজ পহেলা জ্যৈষ্ঠ। আষাঢ়ে পৌঁছে যাক এই বিবাগী পোস্টকার্ড । তপ্ত লাভা গরম পাল্টে নামুক বর্ষা। মিতালী জমুক কৃষ্ণচূড়ার সাথে কদমের।
ফুটপাতও নদীসম। হাঁটা আর উজান বাওয়া একই কথা। তফাৎ শুধু সমুদ্র মোহনা জ্যামহীন।
পায়ের নিচে শর্ষে। উপরে মৃদুমন্দ বাতাস নিয়ে মেঘ। যাবো না আজ ঘরে রে ভাই…
বেজান শহরটাকে লাগে অপ্সরী। অন্তত এই বেইন্না বেলায়। সন্ধ্যায় কি দেখা দেবে জোনাকি? ওদের আলোর ছটা আমি উদাম গায়ে মাখব।
মধু মাসে উদরে রসালো ফল জুটে গেল। পরিতৃপ্তি ডাকে ঘুম। আর এরপর যে রাত নেমে আসে তা তোমাকে পাওয়ার স্বপ্নে পূর্ণ।